বহুতল থেকে পড়ে মৃত্যু এক শিশুর। তিন বছরের ওই শিশুর নাম অভয় পোরেল। মর্মান্তিক এই ঘটনাটি আজ বিকেলে ঘটে বালিটিকুরী নস্কর পাড়ায়। এলাকার মানুষ জানান বহুতলের ওপরে চারতলায় অভয় তার বাবা মায়ের সঙ্গে থাকত। জানালা খোলা ছিল। সেখান থেকে সে খেলতে খেলতে আচমকা নীচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের অভিযোগ বাড়ির মালিক নিয়ম না মেনে অবৈধভাবে ওপরের অংশে অস্থায়ী ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলো। জানালায় কোন গ্রিল লাগানো হয়নি। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক এমনটাই দাবী স্থানীয়দের।
বহুতল থেকে পড়ে মৃত্যু এক শিশুর। তিন বছরের ওই শিশুর নাম অভয় পোরেল। মর্মান্তিক এই ঘটনাটি আজ বিকেলে ঘটে বালিটিকুরী নস্কর পাড়ায়। এলাকার মানুষ জানান বহুতলের ওপরে চারতলায় অভয় তার বাবা মায়ের সাথে থাকত।জানালা খোলা ছিল।
সেখান থেকে সে খেলতে খেলতে আচমকা নীচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের অভিযোগ বাড়ির মালিক নিয়ম না মেনে অবৈধভাবে ওপরের অংশে অস্থায়ী ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলো। জানালায় কোনো গ্রিল লাগানো হয়নি।এই ঘটনায় মালিকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক এমনটাই দাবী স্থানীয়দের।
মৃত শিশুর বাবা জানান ওই টিনের ওই ঘরে থাকতে ছেলের খুব কষ্ট হত।তাই এমাসেই এই ঘর ছেড়ে অন্য জায়গায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তার আগেই এরকম ঘটনা ঘটে গেল। এলাকার(৫০ নম্বর ওয়ার্ড)এর প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল স্বীকার করেন যে বহুতলের ওপর যেভাবে টিনের ঘর তৈরি করা হয়েছে তা বেআইনি। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।