বুধবার ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-এর লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডের বিদায় হলেও বাকি তিন দলের কাছেই সুযোগ রয়েছে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করার। আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে কী ভাবে শেষ চারের দরজা খুলতে পারে?
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার তিন পয়েন্ট করে রয়েছে। রান রেটের নিরিখে দক্ষিণ আফ্রিকা (২.১৪০) শীর্ষস্থানে। অস্ট্রেলিয়া (০.৪৭৫) তার পরে। আফগানিস্তানের রয়েছে ২ পয়েন্ট। রান রেট -০.৯৯০।
আফগানিস্তান: অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও মরণ-বাঁচন ম্যাচে নামছে তারা। সেমিফাইনালে উঠতে গেলে জেতা ছাড়া কোনও উপায় নেই ইব্রাহিম জ়াদরানদের। যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে যোগ্যতা অর্জন করা মুশকিল। সে ক্ষেত্রে ইংল্যান্ড যদি বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলে আফগানিস্তানের দরজা খুলতে পারে।
অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথের দলকে সেমিফাইনালে যেতে গেলে আফগানিস্তানকে হারাতেই হবে। কারণ তাদের নেট রান রেট দক্ষিণ আফ্রিকার থেকে কম। যদি আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হারে, তা হলে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
দক্ষিণ আফ্রিকা: সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ইংল্যান্ডের কাছে হারলেও সেমিফাইনালে যেতে পারে। সে ক্ষেত্রে বড়, অবিশ্বাস্য ব্যবধানে না হারলেই হবে। দক্ষিণ আফ্রিকা হারলে তারা তিন পয়েন্টেই থাকবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়াও হারলে তিন পয়েন্টে থাকবে। তখন রান রেটের নিরিখে ঠিক হবে কারা দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে যাবে।