আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলির পারফরম্যান্স কেমন? কারা এগিয়ে, কারা পিছিয়ে?

আইপিএলের নিলামে দল গুছিয়ে নিল ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা ভাল দাম পেলেন। অত্যধিক খরচ না করেও একাধিক ভাল ক্রিকেটার কিনে নিল চেন্নাই সুপার কিংস। নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলির পারফরম্যান্সের নিরিখে চেন্নাইয়ের কাছাকাছি থাকবে সানরাইজার্স হায়দরাবাদ।

মহেন্দ্র সিংহ ধোনির দল ড্যারিল মিচেল, শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডারকে তুলে নিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ জোরে বোলার মুস্তাফিজুর রহমানকেও দেখা যাবে চেন্নাইয়ের হয়ে খেলতে। গত বিশ্বকাপে নজরকাড়া নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্রকেও পেয়েছে গত বারের চ্যাম্পিয়নেরা। ভারতের তরুণ ব্যাটার সমীর রিজ়ভিকেও কিনেছে সিএসকে। তিন বিদেশি-সহ মোট ছ’জন ক্রিকেটারকে কিনেছে সিএসকে।

নিলামে ক্রিকেটার কেনার ব্যাপারে চেন্নাইয়ের কাছাকাছি থাকবে হায়দরাবাদ। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে তুলে নিয়েছে তারা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড আগামী আইপিএলে খেলবেন নিজামের শহরের হয়ে। হায়দরাবাদ পেয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গ এবং ভারতের অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলার জয়দেব উনাদকাটকেও। তিন বিদেশি-সহ ছ’জন ক্রিকেটারকে কিনেছে তারা।

চেন্নাই এবং হায়দরাবাদের মতো তিন-চার জন বড় নাম ঘরে তুলতে পারেনি আর কোনও ফ্র্যাঞ্চাইজ়ি। বাকিদের মধ্যে কিছুটা ভাল ফল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা পেয়েছে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার জেরাল্ড কোয়েৎজ়ি, আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবিকে। শ্রীলঙ্কার দুই তরুণ তুর্কি নুয়ান তুষারা এবং দিলশান মদুশঙ্ককেও দেখা যাবে মুম্বইয়ের হয়ে খেলতে। চার বিদেশি-সহ মোট আট জন ক্রিকেটার কিনেছে মুম্বই।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসও দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে। হ্যারি ব্রুক, সাই হোপের মতো বিদেশি আগ্রাসী ব্যাটার কিনেছে দিল্লি। তা ছাড়াও ট্রিস্টান স্টাবস, ঝাই রিচার্ডসনকে পেয়েছে তারা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তেমন বড় নামের কাউকে কিনতে না পারলেও মঙ্গলবারের নিলামে চার জন উইকেটরক্ষক কিনেছে দিল্লি। চার বিদেশি-সহ মোট ন’জন ক্রিকেটার কিনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি।

হার্দিক পাণ্ড্যকে ছেড়ে দেওয়া গুজরাত টাইটান্স পেয়েছে অস্ট্রেলিয়ার জোরে বোলার স্পেনসার জনসন এবং কেকেআরের ছেড়ে দেওয়া উমেশ যাদবকে। হার্দিকের অভাব পূরণ করতে গুজরাত দলে নিয়েছে অলরাউন্ডার শাহরুখ খানকে। আফগান অলরাউন্ডার আজ়মতুল্লা ওমরজ়াইকেও পেয়েছে গুজরাত। দুই বিদেশি ক্রিকেটার-সহ মোট আট ক্রিকেটার কিনেছে তারা।

ভাল দল গঠনের চেষ্টা করেছে প্রীতি জিনতার পঞ্জাব কিংস। হর্ষল প্যাটেলের মতো অলরাউন্ডারকে তুলে নিয়েছে শিখর ধাওয়ানের দল। রাইলি রুসো, ক্রিস ওকসের মতো বিদেশি ক্রিকেটারকে কিনে নিয়েছে পঞ্জাব। দুই বিদেশি-সহ মোট আট জন ক্রিকেটারকে কিনেছে পঞ্জাব।

নিলামে সমর্থকদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারল না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। যদিও তারা উল্লেখযোগ্য তিন বিদেশি ক্রিকেটারকে কিনতে পেরেছে। তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের জোরে বোলার আলজ়ারি জোসেফ, নিউ জ়িল্যান্ডের জোরে বোলার লকি ফার্গুসন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারেন। তিন বিদেশি-সহ মোট ছ’জন ক্রিকেটারকে কিনেছে আরসিবি।

নিলামে সব থেকে কম বাজেট ছিল লখনউ সুপার জায়ান্টসের হাতে। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল কিনেছে শিবম মাভিকে। লোকেশ রাহুলের দলে উল্লেখযোগ্য নতুন বিদেশি নাম ডেভিড উইলি এবং অ্যাশ্টন টার্নারকে। দুই বিদেশি-সহ মোট ছ’জন ক্রিকেটারকে কিনেছে এলএসজি।

নিলামে ভাল ফল করতে পারল না রাজস্থান রয়্যালস। উল্লেখযোগ্য নামের মধ্যে তাদের ঝুলিতে এক মাত্র ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি অধিনায়র রভমন পাওয়েল। ভারতীয়দের মধ্যে রাজস্থানের উল্লেখযোগ্য প্রাপ্তি শুভম দুবে। তিন বিদেশি-সব পাঁচ জন ক্রিকেটার কিনেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.