ওয়াইড বলে হিট উইকেট হলেন সাই হোপ! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর অদ্ভুত আউটের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্স এবং ত্রিনিদাদ নাইট রাইডার্সের ম্যাচে এই ঘটনা ঘটেছে।
গায়ানার ইনিংসের ১৫তম ওভার করতে আসেন টেরেন্স হাইন্ডস। প্রথম বলটি তিনি অফ স্টাম্পের অনেক বাইরে করেন। বলের লাইনে খানিকটা এগিয়ে গিয়ে রিভার্স শটে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাটে বল লাগাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু তাঁর ব্যাটের ঘুরে গিয়ে উইকেটে লাগে। উইকেট ভেঙে যায়। আউটের আবেদন করেন ত্রিনিদাদের ক্রিকেটারেরা। আম্পায়ার সেই আবেদনে সাড়া দেন। ওয়াইড দেওয়ার পাশাপাশি হোপকে হিট উইকেট ঘোষণা করেন। শেষ হয়ে যায় হোপের ২৯ বলে ৩৯ রানের ইনিংস। অভিনব এই আউটের ভিডিয়ো ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
প্রথম ব্যাট করে গায়ানা করে ৯ উইকেটে ১৬৩। জবাবে ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ত্রিনিদাদ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওপেনার অ্যালেক্স হেলস। তিনি ৪৩ বলে ৭৪ রান করেন। এ ছাড়া কলিন মুনকো করেন ৩০ বলে ৫২।