সোমবার শুরু উচ্চ মাধ্যমিক, ১৩৬টি কেন্দ্র ‘স্পর্শকাতর’! মোবাইল নিয়ে ধরা পড়লে বাতিল পরীক্ষা

আগামী সোমবার, ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে ‘মেটাল ডিটেক্টর’। পরীক্ষাকেন্দ্রের মূল ‘গেট’ এবং কেন্দ্রের সুপারভাইজ়ারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত। তা ছাড়া, এ বছর থেকে প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে। এবং সেই সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সংসদ সূত্রের খবর, পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে। ঠিক ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রেও কড়া নজরদারি থাকছে।

চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর সংখ্যাটি ছিল ৬০। এ বছর যে নতুন দুটি বিষয়ে পরীক্ষাগ্রহণ হচ্ছে, সেগুলো হল এআরটিআই এবং ডেটা সায়েন্স। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এ বছরের মতো তাঁর পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.