Heavy Rainfall in South Bengal: ক্রমেই ঘনিয়ে আসছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের আকাশে শীঘ্রই ধেয়ে আসবে কালো মেঘ

1/5এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই মাঝে আজকেই বঙ্গোপসাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ ঘনিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এর জেরে ১০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টি চলবে ১২ বা ১৩ তারিখ পর্যন্ত।

2/5উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

3/5শনিবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির রেশ আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত চলতে পারে।

4/5এই সময়কালে উত্তরবঙ্গের আট জেলা – দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

5/5বৃহস্পতিবার কলকাতায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। তিলোত্তমা ও আশেপাশের এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের উপর থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.