দশমীর দুপুরে আকাশ কালো করে প্রবল বর্ষণ কলকাতায়! জারি কমলা সতর্কতা, দিনভর চলবে বৃষ্টি, বইবে দমকা হাওয়াও

দশমীর সকাল থেকেই কলকাতা এবং শহরতলিতে আকাশ মেঘলা। সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতার বেশ কিছু জায়গায়। এ বার বেলা গড়াতেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল গোটা কলকাতায়। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও। দশমীতে প্রায় সারা দিনই কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় দুর্গাপুজোর শেষ ভাগের আনন্দ বৃষ্টিতে মাটি হতে পারে, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। নবমীর রাত থেকেই কলকাতা এবং শহরতলির বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। দশমীর সকাল থেকেও আকাশের মুখভার। বৃষ্টিও হয়েছে। দুপুর ১২টা নাগাদ আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে কলকাতায়। আগামী কয়েক ঘণ্টা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবে দশমীতে প্রায় সারা দিনই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন বড় পুজোমণ্ডপগুলি দশমীতেও খোলা রয়েছে। তাই ঠাকুর দেখতে বার হলে ছাতা অবশ্যই সঙ্গে রাখতে হবে। আগামিকাল, অর্থাৎ একাদশীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে।

কিছু দিন আগে রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। সেই জল পুরোপুরি নামতে প্রায় দু’দিন সময় লেগে গিয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, দশমীর দুপুরের প্রবল বৃষ্টির জেরেও কিছু নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকারও পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বর্তমানে ওড়িশার গোপালপুর উপকূল থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। বৃহস্পতিবার রাতে গোপালপুর এবং পারাদ্বীপের মাঝামাঝি কোনও এলাকা দিয়ে এটি ভূ-ভাগে প্রবেশ করতে পারে। তার পরে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এগোতে পারে নিম্নচাপটি।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এ ছাড়া, বৃহস্পতিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলবে রবিবার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.