‘মহাভারত’-এর শুটিং করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে বসেছিলেন অভিনেতা পঙ্কজ ধীর! বুধবার অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন বিনোদনজগৎ। তার পর থেকেই তাঁকে ঘিরে নানা অজানা ঘটনা উঠে আসছে।
কর্ণের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন পঙ্কজ ধীর। একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিপদে পড়েছিলেন তিনি। অর্জুনের চরিত্রে দেখা গিয়েছিল ফিরোজ় খানকে। ফিরোজ়ের সঙ্গে ছিল সেই লড়াইয়ের দৃশ্য। ভুলবশত একটি তির গিয়ে পঙ্কজের চোখের এক কোণে খোঁচা মারে। পুরনো এক সাক্ষাৎকারে পঙ্কজ নিজেই বলেছিলেন, “ওই তিরটা আমার পিঠে এসে লাগার কথা ছিল। কিন্তু সেটা এসে লাগে আমার চোখে। তিরটা চোখে এসে আটকে গিয়েছিল। যখন বার করা হয়, ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। আমার চারপাশের মানুষজন ভেবেছিলেন, আমি অন্ধ হয়ে যাব। আমিও ভয় পেয়েছিলাম। কারণ, তখন সবে কাজ শুরু করেছিলাম।”
‘মহাভারত’-এর শুটিং করতে গিয়ে আরও একবার চোট পেয়েছিলেন পঙ্কজ। একটি রথের উপরে শুটিং চলছিল। হঠাৎই ভেঙে পড়ে সেই রথ। রথটি ভাঙার সঙ্গে সঙ্গে ঘোড়াগুলি দৌড়ে পালাতে চেষ্টা করে। তখন সেই রথ থেকে ঝাঁপ দিয়েছিলেন অভিনেতা। গুরুতর চোট পেয়েছিলেন সেই দিনও।
৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর। সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও ‘কানুন’, ‘চন্দ্রকান্ত’র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।