আইপিএল শুরুর আগে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সাক্ষাৎকারে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব এবং তাঁর ভূমিকা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে ধোনি সাফ জনিয়েছেন আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তাঁর পছন্দ নয়।
ধোনি এখন আর চেন্নাইয়ের অধিনায়ক নন। গত বছর থেকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রয়োজন হলে তিনি পরামর্শ নেন ধোনির। আবার কখনও ধোনি নিজে থেকেও তাঁকে পরামর্শ দেন। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন রুতুরাজ অধিনায়ক হলেও ধোনিই দল চালান। চেন্নাইয়ের মূল চালিকাশক্তি এখনও তিনিই। ক্রিকেটপ্রেমীদের এই ধারণা উড়িয়ে দিয়েছেন ধোনি। চেন্নাইয়ের নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের উত্তরে ধোনি বলেছেন, ‘‘৯৯ শতাংশ সিদ্ধান্ত রুতুরাজই নেয়। এটাই সত্যি। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো সব কিছু ও করে। আমি কখনও কখনও সাহায্য করি মাত্র। রুতুরাজ খুব ভাল দল সামলাচ্ছে।’’ চেন্নাইয়ের নতুন অধিনায়কের প্রশংসাও করেছেন ধোনি। রুতুরাজকে নিয়ে বলেছেন, ‘‘রুতুরাজের মাথা খুব ঠান্ডা। সে জন্যই ওকে অধিনায়ক করা হয়েছে। গত বছর প্রতিযোগিতা শুরুর আগে ওকে পরিষ্কার বলে দিয়েছিলাম, আমি কোনও পরামর্শ দিলে সেটা মানতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে বলেছি। তা ছাড়া মাঠে এখন এ সব থেকে নিজেকে সরিয়েই রাখি। তা-ও অনেকে ভাবেন পিছন থেকেই আমিই দল চালাচ্ছি। এটা একদমই ঠিক নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘কখনও খুব ভাল কিছু মাথায় এলে হয়তো রুতুরাজকে বলি। ও হয়তো ডিপ পয়েন্টে ফিল্ডার রাখল। ব্যাটার, পিচ, বোলার সব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আমি হয়তো ফিল্ডারকে বুঝিয়ে দিলাম, ঠিক কোথায় দাঁড়াতে হবে। সেটা দেখেই অনেকে ভাবেন আমি দল চালাচ্ছি। এটা ঠিক নয়।’’
ধোনি বলেছেন, ‘‘উইকেটরক্ষকেরা এমনিতেই বোলার, ফিল্ডারদের সঙ্গে কথা বলে। ফিল্ডারদের সঠিক জায়গা বলে দেয়। আমিও তা-ই করি। তা ছাড়া উইকেটরক্ষকদের সব সময় মূল ক্যামেরায় দেখা যায়। অধিনায়ককে অনেক সময়ই দেখা যায় না। সে জন্য অনেকের মনে হয় আমি দল চালাচ্ছি। বিষয়টা একদমই তেমন নয়।’’
ধোনি মনে করেন অধিনায়ক রুতুরাজ এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জুটি চেন্নাইকে অনেক দূর নিয়ে যেতে পারে। ধোনি বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে ও কতটা যোগ্য, সেটা শুধু রুতুরাজই প্রমাণ করতে পারে। আমরা ওকে সুযোগ দিয়েছি নিজেকে প্রমাণ করার। সবাই নেতৃত্ব দেওয়ার ব্যাপারে স্বচ্ছন্দ নয়। আমরা নিশ্চিত রুতুরাজ অধিনায়ক হিসাবে সফল হবে।’’
সাক্ষাৎকারে আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও কথা বলেছেন ধোনি। প্রথমে এই নিয়ম পছন্দ হয়নি তাঁর। এখন অবশ্য খারাপ লাগে না তাঁর। মাহি বলেছেন, ‘‘প্রথম যখন নিয়মটার কথা শুনেছিলাম, তখনই মনে হয়েছিল দরকার নেই। আইপিএল বেশ ভালই হচ্ছে। নতুন মশলা যোগ করার কী দরকার। ম্যাচগুলোয় প্রচুর রান হয়। ভাল লড়াইও হয়। তবে ২০ ওভারের ক্রিকেটে ৫ ওভারের মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে। পর পর কয়েকটা উইকেট পড়ে গেলে প্রত্যাশিত রান তোলা কঠিন হয়। প্রতিপক্ষের জয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়।’’ ধোনি আরও বলেছেন, ‘‘আইপিএলে ক্রিকেটের মান বেশ ভাল। যথেষ্ট জনপ্রিয় প্রতিযোগিতা। ভাল ক্রিকেটারেরা খেলতে আসে। বলতে পারেন নিয়মটায় আমার কোনও লাভ হয়নি। আমাকে এখনও উইকেটরক্ষা করতে হচ্ছে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলার সুযোগ নেই। তবে ক্রিকেটার হিসাবে সব সময় খেলার মধ্যে থাকতে চাই। এই অতিরিক্ত মশলাটা যোগ না করলেও হত।’’
ধোনির মতে ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে। ২০০৮ সালে যে ভাবে খেলতেন, এখন সে ভাবে খেলা হয় না বলে জানিয়েছেন মাহি। ভারতের পিচগুলির মান বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক।