রোহিত শর্মার কথা মনে পড়ে গেল সূর্যকুমার যাদবের। ওমানের বিরুদ্ধে টসের পর দলে দুই বদলের কথা বললেও কারা ঢুকেছেন তাঁদের নাম মনে করতে গিয়ে সমস্যা হল ভারত অধিনায়কের। যাঁর বদলে সূর্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সেই রোহিতেরও ভুলোমন ছিল। তিনিও টসের পর সতীর্থদের নাম বলতে গিয়ে ভুল করতেন। তাই সতীর্থের নাম মনে না পড়ায় সূর্যের প্রশ্ন, তিনি কি রোহিত হয়ে গেলেন?
ওমানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার। আগের দুই ম্যাচে ভারতের প্রথম একাদশ একই ছিল। কিন্তু ওমানের বিরুদ্ধে দলে দুই বদল হয়েছে। কাদের বদলে কারা এসেছেন সেটা বলতে গিয়ে শুধু হর্ষিত রানার নাম মনে পড়ে সূর্যের। তিনি বলেন, “আমাদের দলে দুটো বদল হয়েছে। হর্ষিত দলে এসেছে। আরও এক জন এসেছে।” তার পরেই হাসতে শুরু করেন সূর্য। কোনও ভাবেই দ্বিতীয় জনের নাম মনে পড়ছিল না অধিনায়কের।
সূর্যের নাম মনে না পড়ায় সঞ্চালক রবি শাস্ত্রী তাঁকে বলেন, “চিন্তা নেই। সময় নাও।” তার পরেও নাম মনে পড়ছিল না সূর্যের। ভারতীয় দলের ক্রিকেটারেরা পাশেই অনুশীলন করছিলেন। তাঁদের দিকে তাকিয়ে সূর্য বলেন, “দাঁড়ান দেখি কারা কারা আছে?” তার পরেও নাম মনে পড়ছিল না সূর্যের। শাস্ত্রী আবার বলেন, “দলের বোলিং কোচ মর্নির (মর্কেল) কাছে সাহায্য নিতে পারো।” মর্কেল সূর্যকে হর্ষিতের নাম বলেন। সেটা শুনে সূর্য বলেন, “ওর নাম তো বলেছি।” তার পর মাথায় হাত দিয়ে তিনি বলেন, “আমি কি রোহিত হয়ে গেলাম?” বলে নিজেই হাসতে শুরু করেন। সেটা শুনে বাকিরাও হেসে ফেলেন।
রোহিতের ভুলে যাওয়ার অভ্যাস দীর্ঘ দিনের। কখনও টসের পর ব্যাট নেবেন না বল তা ভুলে যান তিনি। আবার কখনও দলে কারা রয়েছেন তা মনে করতে পারেন না তিনি। নিজের ভুলমনের কথা বার বার স্বীকার করেছেন রোহিত। সতীর্থরা তাঁকে তাঁর ভুলোমন নিয়েই খোঁচা মারেন। সেই ছোঁয়া দেখা গেল সূর্যের মধ্যেও।
শুধু সূর্য নন, ওমানের অধিনায়ক জতিন্দর সিংহও দল বলতে ভুল করেন। ওমানের দলেও দুই বদল হয়েছে। তিনি শুধু এক জনের নাম মনে করতে পারেন। সেটা শুনে শাস্ত্রী বলেন, “চিন্তা নেই। সময় নাও। সূর্যেরও একই সমস্যা হয়েছে।” তা শুনে হেসে ফেলেন জতিন্দর।