করমর্দন বিতর্ক কি প্রভাব ফেলেছে ভারতের সাজঘরে? ওমান ম্যাচের আগে কুলদীপদের মাথায় পাকিস্তান

এশিয়া কাপে করমর্দন বিতর্কের পর শুক্রবার প্রথম খেলতে নামছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সামনে ওমান। কিন্তু সেই ম্যাচ নিয়ে ভাবছেন না কুলদীপ যাদবেরা। তাঁদের মাথায় ঘুরছে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ।

ভারত-পাক ম্যাচে হাত মেলানো নিয়ে যে বিতর্ক হয়েছে তার প্রভাব কি পড়েছে ভারতের সাজঘরে? কুলদীপের কথায় স্পষ্ট, বিতর্ক নিয়ে কিছু ভাবছে না ভারত। তারা পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই ভাবছে। ওমান ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কুলদীপ বলেন, “যখন আপনি মাঠে নামেন তখন আপনার সামনে একজন ব্যাটার থাকে। আপনি তখন দেখেন না সে কোন দলের। আপনার লক্ষ্য থাকে তাকে আউট করা। পাকিস্তানের বিরুদ্ধেও আমরা এই মনোভাব নিয়েই নামি। তখন সেই ম্যাচের কথাই ভাবি। কোনও বিতর্কের কথা মাথায় থাকে না।”

করমর্দন বিতর্কের পর একের পর এক অভিযোগ করেছে পাকিস্তান। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়ে আইসিসি-র কাছে অভিযোগ করেছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়েও অভিযোগ করার কথা ভাবছে তারা। কিন্তু ভারত এই বিষয়ে কিছু বলেনি। দেখে বোঝা যাচ্ছে, এই বিতর্ককে বেশি গুরুত্ব দিতে চাইছে না তারা। ওমান ম্যাচের আগে কুলদীপের কথা থেকেও তা স্পষ্ট।

এশিয়া কাপে ফর্মে রয়েছেন কুলদীপ। দু’টি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। কুলদীপ জানিয়েছেন, দুবাইয়ের উইকেট তাঁকে সাহায্য করেছে। তিনি বলেন, “আমি ছন্দ পেয়ে গিয়েছি। শুরুতে একটু সমস্যা হচ্ছিল। এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির থেকেও বেশি সাহায্য করছে। সেই সাহায্য কাজে লাগাতে পেরেছি।”

ইংল্যান্ডে টেস্ট সফরে ভারতীয় দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। তাতে কি প্রধান কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে একটু হলেও ক্ষোভ রয়েছে তাঁর। কুলদীপ জানিয়েছেন, গম্ভীর তাঁকে পরিষ্কার করে সবটা বুঝিয়েছেন। তিনি বলেন, “গৌতি ভাই আমাকে সবটা বলে দিয়েছিল। অন্তত চারটে টেস্টে আমার খেলার কথা ছিল। কিন্তু ব্যাটিং গভীরতার জন্য শেষ মুহূর্তে আমাকে বসতে হয়েছে। আমার ফর্মের জন্য নয়, দলের ভারসাম্যের জন্য আমি সুযোগ পাইনি। তাই বলের পাশাপাশি ব্যাটিং নিয়েও খাটছি।”

ভারতের বিরুদ্ধে যেখানে পাকিস্তানের ব্যাটারেরা রান পাননি, সেখানে রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। আমিরশাহির বিরুদ্ধেও রান করেছেন তিনি। শাহিনের ব্যাটিং প্রভাবিত করেছে কুলদীপকে। তিনি বলেন, “আগের দুই ম্যাচে শাহিন ভাল ব্যাট করছে। ক্রিকেট এমন একটা খেলা যেখানে ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হয়। আপনি ব্যর্থ হতে পারেন। কিন্তু লড়াই ছাড়লে চলবে না। শাহিনের ব্যাটে সেই লড়াই চোখে পড়েছে।”

শুক্রবারের ওমান ম্যাচ নিয়ে বিশেষ কিছু বলননি কুলদীপ। তাঁকে সেই ম্যাচ নিয়ে খুব বেশি প্রশ্নও করা হয়নি। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভারত-ওমান ম্যাচ নিয়ে কারও বিশেষ আগ্রহ নেই। সবার মন পড়ে রবিবারের ভারত-পাক ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.