দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ ৭ কোটি টাকার হাতঘড়ি পরে খেললেন হার্দিক পাণ্ড্য

ভারত-পাকিস্তান রুদ্ধশ্বাস ম্যাচ। টিভির পর্দায় চোখ রেখে প্রতি মুহূর্তে রান আর উইকেটের হিসাব কষছেন ভারতীয়েরা। পাকিস্তানের এক-একটি বাউন্ডারিতে বুক দুরদুর আর উইকেট পড়লে উচ্ছ্বাস। সেই টেনশনের মধ্যেই নজর কাড়লেন হার্দিক পাণ্ড্য। পাকিস্তানের ভরসার উইকেট বাবর আজ়মকে গ্যালারিতে ফেরালেন তো বটেই তার সঙ্গে ভক্তদের নজর গেল উচ্ছ্বাসে লাফাতে থাকা হার্দিকের কব্জিতে বাঁধা ঘড়ির দিকেও।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে দুবাইয়ে। রবিবার সেখানেই চলছে ভারত-পাকিস্তান ম্যাচ। বিশেষ ম্যাচের বিশেষ সাজগোজ হিসাবে হার্দিক যে ঘড়িটি পরেছেন, সেটি বিদেশি বিলাসী সংস্থা রিচার্ড মিলের বিশেষ সংস্করণ। নাম ‘টারবিলন রাফায়েল নাদাল স্কেলিটন ওয়াচ’। দাম ৮ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৯৩ লক্ষ টাকার সমান।

হার্দিক বরাবরই ঘড়ি পরতে ভালবাসেন। তাঁর দামি ঘড়ির সংগ্রহের কথা এর আগে বহু সাক্ষাৎকারে বলেওছেন হার্দিক। ঘড়ির দুনিয়ায় ‘কালেক্টরস পিস’ বলে পরিচিত বহু ঘড়িই রয়েছে হার্দিকের সংগ্রহে। ভারত-পাকিস্তান ম্যাচে পরার জন্য যে ঘড়িটি বেছে নিয়েছেন, সেটির ব্যান্ড উজ্জ্বল কমলা রঙের। ধূসর রঙের বড় ডায়ালটি রেসিং কার থেকে অনুপ্রাণিত। কার্বন টিপিটি বেসপ্লেটের। যাতে আঘাত লাগলেও নষ্ট না হয়। ডায়ালের ভিতরে স্পষ্ট দৃশ্যমান গ্রেড ৫ টাইটানিয়ামে তৈরি ঘড়ির যন্ত্রপাতি। সম্ভবত সেগুলি দেখা যাচ্ছে বলেই ঘড়ির নাম স্কেলিটন।

রিচার্ড মিল সংস্থা ওই ঘড়ি তৈরি করেছিল টেনিস তারকা রাফায়েল নাদালের জন্যই। পরে তা আরও ৫০টি বানানো হয়। সেই সীমিত সংস্করণেরই একটি হার্দিকের সংগ্রহে। ঘড়ি বিক্রেতা সংস্থা জেম নেশন জানিয়েছে, ঘড়িটির ডায়ালের কাচ আদতে একটি পোখরাজের স্ফটিক। যা সহজে ভাঙবে তো না-ই, তাতে আঁচড়ও পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.