মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS)-এর প্রধান বলেছেন, হোয়াইট হাউস সম্ভবত শীঘ্রই এইচ-১বি ভিসা কর্মসূচিতে বড় ধরনের সংস্কারের ঘোষণা করতে পারে।
2/8
H1B ভিসায় কড়া বদল

এর মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এই ভিসার নিয়ম আরও কঠোর হতে পারে। দীর্ঘদিন ধরে অভিবাসন বিশেষজ্ঞ এবং প্রযুক্তি সংস্থাগুলো এই ভিসা সংস্কারের দাবি জানিয়ে আসছিল, যার ফলে এখন এই পরিবর্তন আসছে।
3/8
H1B ভিসায় কড়া বদল

এই সংস্কারের লক্ষ্য হলো এইচ-১বি ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দক্ষতা বাড়ানো। এর ফলে আমেরিকান কর্মীদের চাকরি সুরক্ষার পাশাপাশি বিদেশি কর্মীদের সঠিক মর্যাদা নিশ্চিত করা যাবে।
4/8
H1B ভিসায় কড়া বদল

ইউএসসিআইএস প্রধান জানিয়েছেন, নতুন নীতিমালায় ভিসা আবেদনের জন্য ন্যূনতম বেতন বাড়ানো হতে পারে। এর ফলে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের প্রবণতা কমবে।
5/8
H1B ভিসায় কড়া বদল

এছাড়া, লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভিসা প্রদানের নিয়ম চালু করা হতে পারে। এই পরিবর্তনগুলো আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি যোগ্য ও দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
6/8
H1B ভিসায় কড়া বদল

হোয়াইট হাউসের এই ঘোষণা এমন এক সময়ে আসছে যখন আমেরিকা প্রযুক্তি ও অন্যান্য খাতে মেধাবী কর্মীদের অভাব মোকাবিলা করছে। তবে এই সংস্কার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
7/8
H1B ভিসায় কড়া বদল

কিছু প্রযুক্তি সংস্থা আশঙ্কা করছে যে কঠোর নিয়ম তাদের জন্য দক্ষ কর্মী নিয়োগ কঠিন করে তুলবে। অন্যদিকে, শ্রমিক ইউনিয়ন এবং কিছু রাজনৈতিক গোষ্ঠী এই পদক্ষেপকে আমেরিকান কর্মীদের জন্য ইতিবাচক বলে মনে করছে।
8/8
H1B ভিসায় কড়া বদল
