ফের কমতে পারে ভোজ্য তেলের দাম। চারদিকে যখন মূল্যবৃদ্ধির ঠ্যালায় হাঁসফাঁস করা অবস্থা তখনই এই সুখবর দেশ জুড়ে। কিছুটা হলেও কমতে পারে ভোজ্য তেলের দাম। আর এর জেরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষরা সামান্য হলেও স্বস্তি পাবেন। সূত্রের খবর গত এক মাসে ভোজ্য তেলের দাম সারা দেশে প্রায় ৮-১০ টাকা করে কমেছে। এবার সেই দাম কেজিতে প্রায় ৩-৪টাকা করে কমতে পারে। এতে আশার আলো দেখছেন অনেকেই। বণিকসভা সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়া(এসইএ) এমনটাই আশার কথা শুনিয়েছে। কিন্তু কেন ভোজ্য তেলের দাম কমতে পারে? ট্রেন্ডিং স্টোরিজ
বিশেষজ্ঞদের দাবি, আমদানি শুল্ক আগের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি তৈলবীজের ফলনও এবার বেশ ভালো হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারেও ভোজ্য় তেলের দাম কিছু কমছে। তারই সুবিধা ভোগ করতে পারেন দেশবাসীও। যার জেরে এবার ভারতেও ভোজ্য তেলের দাম কিছুটা কমতে পারে। এদিকে সূত্রের খবর, এবার সয়াবিন ও বাদাম উৎপাদনের পরিমাণ যথেষ্ট ভালো। প্রায় ১২০ লক্ষ টন সয়াবিন ও ৮০ লক্ষ টন বাদাম উৎপাদিত হয়েছে। যার জেরে ভোজ্য তেলের দাম ফের কিছুটা কমতে পারে। সরষের উৎপাদনও যথেষ্ট হয়েছে। এর জেরে সরষের তেলের দামও কিছুটা কমতে পারে।