বাল্যবিবাহ রোধ সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে সচেতনতা শিবিরের আয়োজন করলো কন্যাশ্রী ক্লাব। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের মালবাঁধি আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মংলাপোতা হাই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর সানা ওয়াক্লি, জেলা কন্যাশ্রী সেলের কর্মকর্তা দেবনাথ দে, ব্লকের কর্মকর্তা শুভেন্দু মন্ডল, দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ সর্দার ও বিবেক মাইতি, ১২ নম্বর অঞ্চলের উপপ্রধান মহম্মদ মন্ডল, নারী ও শিশু কল্যাণ বিভাগের সাবিনা ইয়াসমিন মন্ডল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
প্রসঙ্গত, প্রশাসনের তরফ থেকে বহুবার বাল্যবিবাহ রোধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও মাঝে মধ্যেই অসচেতনতার ছবি উঠে আসে।