পথসভা-জনসভা থেকে রথযাত্রা, নীলবাড়ির লড়াইয়ের আগে রাজ্য বিজেপির প্রস্তুতির হিসাব খুঁটিয়ে খুঁটিয়ে নিলেন অমিত শাহ

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলই নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে। সেই আবহে ভোটের প্রস্তুতি নিয়ে এ রাজ্যের বিজেপির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ভোটের আগে রাজ্য জুড়ে পথসভা, জনসভা বা রথযাত্রার যে পরিকল্পনা রয়েছে পদ্মশিবিরের, তার প্রস্তুতি বা ভাবনা সম্পর্কে শাহ খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছেন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে।

বছরশেষে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন শাহ। সোমবার সন্ধ্যায় তাঁর বিমান পৌঁছোয় দমদম বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা পৌঁছে যান সল্টলেকে বিজেপির দফতরে। রাতেই সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক সারেন তিনি। রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা ছাড়াও ওই বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও। প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক চলে। সেই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কোনও বিজেপি নেতাই মুখ খোলেননি। তবে বিজেপি সূত্রে খবর, এই বৈঠকে মূলত জনসংযোগের বিষয় আলোচনা হয়েছে। জনসংযোগের ক্ষেত্রে রাজ্যের বিজেপি নেতৃত্ব কী কী পরিকল্পনা করেছেন, সেই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে— সেই সব সম্পর্কে জানতে চান শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই হিসাবই তুলে ধরেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যেরা।

সোমবারের বৈঠক মূলত ছিল রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয়ে। এ ছাড়াও, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেনেছেন শাহ, খবর বিজেপি সূত্রে। রাজ্যে ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই জনসংযোগের দিকে মনোনিবেশ করেছে রাজ্য বিজেপি। সদস্য সংগ্রহ থেকে মণ্ডলে মণ্ডলে পথসভা করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কাজ করছে তারা। সূত্রের খবর, সেই সব বিষয়ে খোঁজখবর নেন শাহ। কোন কোন মণ্ডলে পথসভা হয়েছে, কাদের ডাকা হয়েছে, কারা এসেছিলেন, কেমন প্রতিক্রিয়া— এমন নানা প্রশ্নের উত্তর রাজ্য বিজেপি নেতৃত্বের থেকে জেনে নিতে চান শাহ।

জনসংযোগ হিসাবে এ রাজ্যে রথযাত্রারও আয়োজন করবে বিজেপি। পাঁচ দিক থেকে রথ এসে জড়ো হবে এক জায়গায়। সেই কর্মসূচির প্রস্তুতি সম্পর্কেও শাহ জেনেছেন বলে খবর বিজেপি সূত্রে। এ ছাড়াও, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই এ রাজ্যে ভোটের প্রচারের আসবেন বিজেপির সর্বভারতীয় নেতানেত্রীরা। সেই তালিকায় থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহ— সকলেই। তাঁদের সভা নিয়ে কী ভাবনাচিন্তা রয়েছে রাজ্য বিজেপির, সেই সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপির এক সূত্রের দাবি, শুধু বিজেপি নয়, রাজ্যের শাসকদল তৃণমূলের কৌশল সম্পর্কেও অবগত হতে চেয়েছেন শাহ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, প্রশাসনকে কী ভাবে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে তৃণমূল— সেই সব বিষয় নিয়ে প্রশ্ন ছিল শাহের। তাঁকে এই সব বিষয় বিস্তারিত জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব।

মঙ্গলবারও জোড়া বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগে একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন তিনি। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সেটি হতে পারে। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, ওই সাংবাদিক বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কেন্দ্র তথা বিজেপির অবস্থান আরও এক বার স্পষ্ট করতে পারেন তিনি। মঙ্গলবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকে বসবেন শাহ। কেশব ভবনে হবে সেই বৈঠক। এর আগেও একাধিক নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনী প্রচারে এবং প্রচারের অভিমুখ নির্ধারণে নেতৃত্ব দিয়েছেন শাহ। কিন্তু পশ্চিমবঙ্গের জন‍্য আলাদা করে সঙ্ঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক আগে কখনও করেননি তিনি। এ বার নির্বাচনী প্রচারে সর্বাত্মক ভাবে ঝাঁপানোর আগে সঙ্ঘের সঙ্গে সমন্বয় সেরে নিতে চাইছেন তিনি। শাহের কর্মসূচিতে সঙ্ঘের সঙ্গে এই বিশেষ বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

কলকাতায় পা দিয়ে এক্স হ্যান্ডলে রাজ্যে তাঁর কর্মসূচি সম্পর্কে একটি পোস্ট করেছেন শাহ। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘মঙ্গলবার বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বুধবার রাজ্যের বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.