1/5আপনার যদি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম স্কিম এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, তাহলে এই খবর আপনার জন্য। প্রতীকী ছবি : মিন্ট (MINT_PRINT)
![Post Office News: ১ এপ্রিল ২০২২ থেকে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক আয় স্কিম এবং মেয়াদি আমানত অ্যাকাউন্টে নগদে সুদ দেওয়া বন্ধ হয়ে যাবে। ফাইল ছবি : টুইটার (Twitter) Post Office News: ১ এপ্রিল ২০২২ থেকে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক আয় স্কিম এবং মেয়াদি আমানত অ্যাকাউন্টে নগদে সুদ দেওয়া বন্ধ হয়ে যাবে। ফাইল ছবি : টুইটার (Twitter)](https://images.hindustantimes.com/bangla/img/2020/06/28/600x338/post_office_1593353861390_1593353869325.jpg)
![পোস্ট বিভাগ জানিয়েছে, অনেক সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম স্কিম এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক সুদের ক্রেডিট করার জন্য তাঁদের সেভিংস অ্যাকাউন্ট (পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট) লিঙ্ক করেননি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (reuters) পোস্ট বিভাগ জানিয়েছে, অনেক সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম স্কিম এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক সুদের ক্রেডিট করার জন্য তাঁদের সেভিংস অ্যাকাউন্ট (পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট) লিঙ্ক করেননি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (reuters)](https://images.hindustantimes.com/bangla/img/2022/02/01/600x338/budget_2022_post_office_1643697829362_1643697833747.jpg)
![যদি অ্যাকাউন্টধারী তাঁর সেভিংস অ্যাকাউন্টকে লিঙ্ক না করেন, সেক্ষেত্রে বকেয়া সুদ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে শুধুমাত্র ক্রেডিট বা চেকের মাধ্যমে প্রদান করা হবে।(ছবি সৌজন্য পিটিআই) (PTI) যদি অ্যাকাউন্টধারী তাঁর সেভিংস অ্যাকাউন্টকে লিঙ্ক না করেন, সেক্ষেত্রে বকেয়া সুদ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে শুধুমাত্র ক্রেডিট বা চেকের মাধ্যমে প্রদান করা হবে।(ছবি সৌজন্য পিটিআই) (PTI)](https://images.hindustantimes.com/bangla/img/2020/05/17/600x338/PTI04-05-2020_000164B_1589730900573_1589730926604.jpg)
1/5আপনার যদি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম স্কিম এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, তাহলে এই খবর আপনার জন্য। প্রতীকী ছবি : মিন্ট (MINT_PRINT)
Designed using Magazine Hoot. Powered by WordPress.