ইস্টবেঙ্গলে এলেন মেসির দেশের ফুটবলার, সই আরও দুই বিদেশির, কাদের নিল লাল-হলুদ?

একই দিনে তিন বিদেশি ফুটবলারের সই করার কথা জানাল ইস্টবেঙ্গল। আর্জেন্টিনার ফুটবলার কেভিন সিবিলেকে সই করিয়েছে তারা। পাশাপাশি ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা এবং প্যালেস্তাইনের মহম্মদ রশিদ সই করেছেন ইস্টবেঙ্গলে। এর মধ্যে রশিদ বৃহস্পতিবার রাতেই কলকাতায় চলে এসেছেন। বাকিরাও দ্রুতই এসে যাবেন। মিগুয়েল ৮ নম্বর জার্সি, কেভিন ৬ নম্বর এবং রশিদ ৭৪ নম্বর জার্সি পরবেন।

মিগুয়েল পরিচিত রক্ষণাত্মক মিডফিল্ডার হিসাবে। অস্কার ব্রুজ়োর অধীনে বসুন্ধরা কিংসে খেলেছেন তিনি। টানা তিন বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছেন। দু’টি ইন্ডিপেন্ডেন্স কাপও রয়েছে। ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের ক্লাব গোইয়াস ইসি থেকে বসুন্ধরায় এসেছিলেন। সেখান থেকে ইস্টবেঙ্গলে। বসুন্ধরার হয়ে ৬৪টি ম্যাচে ৩৭টি গোল এবং ২৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর।

রশিদ প্যালেস্তাইনের জাতীয় দলে খেলেন। তিনিও মূলত রক্ষণের ফুটবলার। গত বছর এশিয়ান কাপের শেষ ষোলোয় প্যালেস্তাইনকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সেবায়া সুরাবায়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন। পার্সেবায়ার হয়ে ৩৩টি ম্যাচে ৬টি গোল করেছেন। আক্রমণ এবং রক্ষণ, দুই জায়গাতেই তিনি স্বচ্ছন্দ।

সিবিলে উঠে এসেছেন রিভারপ্লেট অ্যাকাডেমি থেকে। তিনি স্পেনের ক্লাব এসডি পনফেরাদিনা থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন। অতীতে আতলেতিকো বালেয়ারেস, সিডি কাস্তেলনের মতো ক্লাবে খেলেছেন

তিন ফুটবলারের সই নিয়ে কোচ ব্রুজ়‌ো বলেছেন, “আক্রমণভাগে খেলা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে মিগুয়েলের। ফুটবলজীবনের সেরা ফর্মে রয়েছে ও। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার ক্ষেত্রে ওর জুড়ি নেই। কেভিন শুধু একজন সেন্টার ব্যাকই নয়, আক্রমণ তৈরি করতেও সাহায্য করে। বল কাড়তে ওর দক্ষতা প্রশ্নাতীত। রশিদ খেলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। বিপক্ষের থেকে বল কাড়তে ওস্তাদ। কৌশলের দিক থেকেও বাকিদের টেক্কা দিতে পারে। ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।”

তিন ফুটবলারই জানিয়েছেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে তাঁরা খুশি এবং গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.