করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছিল জলপাইগুড়ির তিস্তা উদ্যানের পুষ্প প্রদর্শনীর আয়োজন। চার বছর বাদে আজ শনিবার শহরের তিস্তা উদ্যানে শুরু হলো পুষ্প প্রদর্শনী। চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের বনদফতের উদ্যান ও কানন (উত্তর) বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মোট চারটি বিভাগে ৫১জন পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ধরণের ফুলের বাহারে সাজিয়ে তোলা হয়েছে উদ্যান। এছাড়া ফুলের পাশাপাশি সবজি হিসেবে ক্যাপসিকাম, লঙ্কা সহ বিভিন্ন গাছের প্রদর্শনী করা হয়েছিল। সব বিভাগের অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে বনদফতরের উদ্যোগে।
![](https://amaderbharat.com/wp-content/uploads/2025/02/IMG-20250208-WA0006-300x155.jpg)
এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিটে কেটে পুষ্প প্রদর্শনীর সূচনা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল (উত্তরবঙ্গ) রাজেশ কুমার, জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে গণপত, ডিএফও উদ্যান ও কানন (উওর) বিভাগ বিদিশা বসাক সহ অন্য আধিকারিকরা।
![](https://amaderbharat.com/wp-content/uploads/2025/02/IMG-20250208-WA0008-300x166.jpg)
ডিএফও বিদিশা বসাক বলেন, “আরও বেশি সংখ্যক মানুষ এই প্রদর্শনীতে সামিল হবে আগামীতে। কেউ যদি ফুলের চাষ চান তাহলে আমাদের সব রকম সহযোগিতা পাবেন। নির্দিষ্ট সময়ে ফুল গাছ রোপণ করতে হবে। এ ছাড়া তিস্তা উদ্যানে স্বল্প আসন বিশিষ্ট ‘ফাইভ-ডি’ মিনি সিনেমা হল তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”