Flood in Varanasi: ভয়াবহ বন্যা কাশীধামে! জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা! প্রবল বৃষ্টিতে মৃত্যুমিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত…

জয় বাবা বিশ্বনাথ! সদাই বলতে অভ্যস্ত বাঙালি। তাদের বড় আদরের শহর কাশী,তথা বেনারস। কিন্তু সেই কাশীর এই অবস্থা? কেউ মনেই করতে পারছে না, কাশীর এই চেহারার কথা শেষ কবে হয়েছে। প্রবল বন্যায় ভেসে গিয়েছে বেনারস (Flood in Varanasi)। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) টানা বর্ষণে (Heavy Rain) ভয়াবহ বন্যা-পরিস্থিতি। রাজ্যের ১৭টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গঙ্গা, যমুনা ও বেতওয়া নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বহু গ্রাম ও শহরাঞ্চল প্লাবিত।

বিপদের সীমা ছাড়িয়ে

গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে বারাণসী, মির্জাপুর, গাজীপুর ও বালিয়ায়। যমুনা নদীও বিপদসীমা অতিক্রম করেছে অউরাইয়া, কালপি, হামিরপুর, প্রয়াগরাজ ও বান্দা জেলায়। ওদিকে বেতওয়া নদীর জলস্তরও বিপদসীমার উপরে রয়েছে।

প্লাবিত ১৭ জেলা, বন্ধ স্কুল 

প্রয়াগরাজ, জলাউন, অউরাইয়া, মির্জাপুর, বারাণসী, কানপুর দেহাত, বান্দা, ইটাওয়া, ফতেহপুর, কানপুর নগর, চিত্রকূট-সহ মোট ১৭টি জেলা বন্যাকবলিত। এই পরিস্থিতিতে বারাণসীতে আগামীকাল, বুধবার পর্যন্ত দ্বাদশ শ্রেণি-সহ সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। 

জল ৭২.১ মিটার 

বারাণসীতে গঙ্গার জল সোমবার সকালেই বিপদসীমা ৭১.২৬২ মিটার ছাড়িয়ে পৌঁছেছিল ৭২.১ মিটারে। ফলে শহরের প্রায় সমস্ত ঘাট প্লাবিত হয়েছিল। ঘাটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গঙ্গা আরতির অনুষ্ঠান ছাদে করতে হচ্ছিল। মানিকর্ণিকা ও হরিশচন্দ্র ঘাটে চিতাদাহ হচ্ছে উঁচু প্ল্যাটফর্মে। প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

১৩ জনের মৃত্যু 

রাজ্য জুড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বজ্রপাত, জলে তলিয়ে, সাপের কামড় এবং বন্যায় ভেসে মৃত্যু হয়েছে তাঁদের। প্রয়াগরাজে ২০০-র বেশি গ্রাম জলের তলায়। প্রবল বৃষ্টির জেরে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা দুই নদীর জলই ৮৪.৭৩ মিটারের বিপদসীমা পেরিয়ে গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলে পঠনপাঠন বন্ধ করার ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.