শুক্র থেকে পাঁচ প্ল্যাটফর্ম বন্ধ! শিয়ালদহে ঢুকবে না কী কী ট্রেন, বৃহস্পতি রাত পর্যন্ত জানাল না রেল

শহরতলির লোকাল ট্রেনের যাত্রিধারণ পরিকাঠামো বাড়ানোর কাজে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যার ফলে বহু ট্রেনই শিয়ালদহ থেকে যাতায়াত করবে না। অনেক ট্রেন বাতিল হয়েছে। যাত্রাপথও বদলেছে বেশ কিছু ট্রেনের। কিন্তু কোন কোন ট্রেন বাতিল বা যাত্রাপথ বদলেছে, বৃহস্পতিবার সাড়ে ৯টা পর্যন্তও সেই তালিকা প্রকাশ্যে আনেনি রেল। যার জেরে বিভ্রান্তি ছড়াচ্ছে যাত্রীদের মধ্যে।

রেল সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে ৮৮টি ট্রেন বাতিল হয়েছে। আর বহু ট্রেনের যাত্রাপথ শুরু ও শেষ হবে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্টে। এর ফলে নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা হয়রানির আশঙ্কা করছেন। শ্যামনগর থেকে রোজ যাতায়াত করেন বরুণ দাস। তিনি বলেন, ‘‘কোন ট্রেন শিয়ালদহ পর্যন্ত আসবে, কোন ট্রেন আসবে না, কিছুই তো বুঝতে পারছি না। আগে থেকে জানিয়ে রাখলে তাও কিছু প্ল্যান করা যায়। আমায় ১০টার মধ্যে অফিস ঢুকতে হয়। বাড়ি থেকে আগে বেরোতে হবে কি না, তা-ও তো বুঝতে পারছি না।’’ একই অভিযোগ করলেন নৈহাটির সুদীপ্ত মজুমদার। তাঁর কথায়, ‘‘আমার ট্রেন যদি দমদম পর্যন্ত যায়, তা হলে অনেক ঘুরে অফিস যেতে হবে। বাড়ি থেকে কতটা সময় নিয়ে বেরোব, সেটাই তো বুঝতে পারছি না।’’

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘যাত্রীদের কাছে সমস্ত তথ্য সময় মতো পৌঁছে দেওয়া হবে। যাত্রী পরিষেবায় রেল সদা তৎপর।’’

শিয়ালদহে কাজ চলাকালীন বিভিন্ন ট্রেনের নির্ধারিত সময়ের কিছুটা ফারাকও হবে। কাজ চলাকালীন শিয়ালদহ থেকে ছাড়ে এমন চারটি দূর পাল্লার ট্রেন— শিয়ালদহ-অজমেঢ় সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল সুপার ফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চলবে। রাজধানী ও দুরন্ত-সহ অন্যান্য দূর পাল্লার ট্রেন নির্ধারিত সময়েই চলবে।

ডিআরএম জানিয়েছেন, ৯ কোচের লোকাল ট্রেনের বদলে ১২ কোচের ট্রেন স্টেশনে আসার ব্যবস্থা করতেই প্ল্যাটফর্ম সম্প্রসারণ শুরু হয়েছে। তিনটি অতিরিক্ত কোচ বসালে ট্রেন পিছু অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করা যাবে। সব লোকাল ট্রেন ১২ কোচের হলে ট্রেনগুলি সব প্ল্যাটফর্মে প্রয়োজন অনুযায়ী আসা-যাওয়া করানো সম্ভব হবে। ট্রেন চলাচল ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ অনেক সহজ হবে।

কাজের প্রথম পর্বে শিয়ালদহ স্টেশনের মূল ভবনের দিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০ মিটার বাড়ানোর কাজ আগেই সম্পূর্ণ হয়েছে। এর পরে দমদমের দিকে আরও ৬০ মিটার সম্প্রসারণের কাজ চলছে। কাজ চলাকালীন শিয়ালদহ-উত্তর ও মেন শাখায় শুধুই ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে। তা ৫ থেকে ১১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলবে। প্রয়োজনে ১২ বা ১৩ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। তবে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিকই থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.