১৯৬২ সাল থেকে এজবাস্টনে শুরু হয়েছে টেস্ট। কিন্তু প্রথম এশীয় কোনও দলের সেখানে জিততে লাগল ৬৩ বছর। শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে ভারত। এই টেস্টে জয়ের পর বেশ কিছু নজির গড়েছে ভারতীয় দল।
সবচেয়ে বেশি মাঠে টেস্ট জয়
এই জয়ের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে ভারত। ১৯৩২ সালে প্রথম বার টেস্ট খেলা শুরু ভারতের। তার পর ৯৩ বছরে বিশ্বের মোট ৮৫ মাঠে ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৬০ মাঠে জিতেছে তারা। এত দিন ৫৯ মাঠে জিতেছিল ভারত। তাতে যুক্ত হল এজবাস্টন।
এই ৬০ মাঠের মধ্যে ২৩ ভারতে। তার মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে বেশি ১৬ টেস্ট জিতেছে ভারত। বিদেশের মাটিতে ৩৭ মাঠে অন্তত একটা হলেও টেস্ট জিতেছে ভারত। তার মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে মেলবোর্নে। অস্ট্রেলিয়ার এই মাঠে চার বার টেস্ট জিতেছে ভারতীয় দল। লর্ডসে তারা জিতেছে তিন বার।
দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা বিশ্বের ৫৭ মাঠে টেস্ট জিতেছে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৫৫ মাঠে এই কীর্তি করেছে তারা।
বিদেশে সবচেয়ে বড় ব্যবধানে জয়
ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে ভারত। এটাই রানের ব্যবধানে টেস্টে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়কে ৩১৮ রানে হারিয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙেছেন শুভমনেরা। শুধু ভারত নয়, ইংল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়।
কনিষ্ঠতম ভারতীয় অধিনায়ক হিসাবে বিদেশে টেস্ট জয়
শুভমন ভারতের কনিষ্ঠতম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে টেস্ট জিতেছেন। ২৫ বছর ৩০১ দিনে এই কীর্তি করেছেন তিনি। এর আগে ১৯৭৬ সালে ২৬ বছর ২০২ দিন বয়সে অকল্যান্ডে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছিলেন সুনীল গাওস্কর। তাঁর রেকর্ড ভেঙেছেন শুভমন।
ধোনি, কোহলিদের ছাপিয়ে গিয়েছেন শুভমন
শুভমন এশিয়ার প্রথম অধিনায়ক যিনি এই মাঠে টেস্ট জিতেছেন। এর আগে ভারতের হয়ে মনসুর আলি খান পটৌদী, অজিত ওয়াদেকর, এস বেঙ্কটরাঘবন, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ এই মাঠে খেলেও জিততে পারেননি।
ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং আকাশদীপের
ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্টে সেরা বল করেছেন আকাশদীপ। এজবাস্টনে দুই ইনিংসে মিলিয়ে ১৮৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন তিনি। এর আগে ১৯৮৬ সালে এই মাঠেই ১৮৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন চেতন শর্মা। ইংল্যান্ডে আর কোনও ভারতীয় বোলারের এক টেস্টে ১০ উইকেটের নজির নেই।
বার্মিংহ্যামে এশিয়ার কোনও দলের প্রথম জয়
ভারত এশিয়ার প্রথম দল যারা বার্মিংহ্যামের এজবাস্টনে টেস্ট জিতেছে। ন’বারের চেষ্টায় এই জয় পেয়েছে তারা। এর আগে সাতটা ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। ড্র হয়েছিল একটা ম্যাচ। পাকিস্তান আট বার ও শ্রীলঙ্কা দু’বার এই মাঠে খেললেও এখনও টেস্ট জিততে পারেনি।
টেস্টে এক ম্যাচে প্রথম ১০০০ রান ভারতের
এই প্রথম বার টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০০ বা তার বেশি রান করেছে ভারত। এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করেছে ভারত। অর্থাৎ, এই টেস্টে মোট ১০১৪ রান করেছে ভারত।