Fire at New Alipore: নিউ আলিপুরে হাসপাতালের পাশেই বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬ ইঞ্জিন সহ সেনা…

শুক্রবার তপসিয়ার বিধ্বংসী আগুনের পর শনিবার নিউ আলিপুরে ভয়ংকর আগুন (Fire)। দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে আগুন লাগে। মুহূর্তে তা ভয়ংকর রূপ নেয়। পুড়ে যায় একের পর এক ঝুপড়ি। কাছেই রয়েছে হাসপাতাল। সেখান থেকেই ছড়িয়েছে চরম আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন। শুধুমাত্র দমকলকর্মীরাই নন, আগুন নেভাতে নেমেছে সেনাও। হাজির হয়েছেন অরূপ বিশ্বাস (Arup Biswas) ও মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। 

শুক্রবার তপসিয়ার ঝুপড়িতে আগুন লেগেছিল। তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের শহরে পুড়ে ছাই আরেক বস্তি। কীভাবে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। আগুন নেভানোর জন্য প্রাথমিকভাবে ৩টি ইঞ্জিন এসেছিল। কিন্তু ক্রমশই বিধ্বংসী রূপ নেয় আগুন। এরপরে একের পর এক ইঞ্জিন আসতে থাকে। এমনকী সাহায্য করতে এগিয়ে আসে পুলিস, সেনা। নিউ আলিপুরের সেনাছাউনি থেকে জওয়ানেরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। সেনাছাউনি থেকে জলের ট্যাঙ্ক নিয়ে গিয়েছেন তাঁরা। সাধারণ মানুষও এগিয়ে আসেন আগুন নেভাতে। ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ পাশেই হাসপাতাল। হাসপাতালের তরফেও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। 

ইতোমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছান অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম। এই অগ্নিকাণ্ডের জেরে দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এমনকী আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজের একাংশ, এমনটাই মনে করা হচ্ছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় ৭.৫০ নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, বলে জানান অরূপ বিশ্বাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.