পশ্চিম মেদিনীপুরের দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ডিজি রনভীর কুমার। তিনি ঘোষণা করেছেন, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রেসিডেনসিয়াল, বিজনেস ও ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং প্ল্যান ও ফায়ার সেফটি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের কাজ এবার পশ্চিম মেদিনীপুর জেলা দমকল অফিস থেকেই সম্পন্ন হবে। প্রয়োজন পড়বে না কলকাতা অফিসে যাওয়ার।
এতদিন পর্যন্ত পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রেসিডেনসিয়াল, বিজনেস ও ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং প্ল্যান ও ফায়ার সেফটি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের জন্য কলকাতা যেতে হত। সেই সমস্ত কাজ সহজ হতে চলেছে ফায়ার এন্ড এমার্জেন্সি সার্ভিসের ডেপুটি জেনারেল রনভীর কুমারের ঘোষণার পর। মঙ্গলবার তিনি মেদিনীপুর আসেন। বৈঠক সারেন জেলা আধিকারিকদের সঙ্গে। সাম্প্রতিক সময়ে একাধিক বার জঙ্গলমহলের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বস্তরে কথাবার্তা বলে তা সমাধানের আশ্বাস দিয়েছেন দমকল প্রধান।