বিদ্যুতের বিল বকেয়া দেড় লক্ষ টাকা! এই অবস্থায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হতে পারে আশঙ্কা করে ট্রান্সফর্মার চুরি করলেন বাবা-ছেলে।
মধ্যপ্রদেশের ভিন্দ জেলার ঘটনা। অভিযুক্ত শ্রীরাম বিহারি ত্রিপাঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। তার ভিত্তিতে পুলিশ তদন্তেও নেমেছে। কিন্তু এখনও সেই চুরি যাওয়া ট্রান্সফর্মার তারা উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, কৃষিকাজের জন্যই রাওয়াতপুর গ্রামে ওই ট্রান্সফর্মার বসিয়েছিল সরকার। সেটিই খুলে নিয়ে চলে গিয়েছেন শ্রীরাম এবং তাঁর ছেলে সোনু ত্রিপাঠী। তাঁদের ধারণা হয়েছিল, ট্রান্সফর্মার খুলে নিয়ে গেলে আর বিদ্যুতের লাইন কাটতে পারবে না বিদ্যুৎ বণ্টন সংস্থা।
রাওয়াতপুর থানার পুলিশ আধিকারিক কমলকান্ত দুবে বলেন, ‘‘নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ট্রান্সফর্মার উদ্ধারের চেষ্টা চলছে।’’