Farmers Insurance: নতুন বছরে নজরে কৃষি, প্রধানমন্ত্রী ফসল বিমা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের!

 নতুন বছরে  কৃষকদের মন জয়ে উদ্য়োগী মোদী সরকার। স্রেফ বরাদ্দ বৃদ্ধিই নয়, প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পকেও এবার ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এমনকী, বেঁধে দেওয়া হল রাসায়নিক সারের সর্বোচ্চ দামও।

ঘটনাটি ঠিক কী? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে। পঞ্জাব ও হরিয়ানায় যখন লাগাতার আন্দোলনে কৃষকরা, তখনই বড় ঘোষণা করল মোদী সরকার। আজ, বুধবার নতুন বছরের প্রথমদিনেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হল দিল্লিতে। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর ফসল বিমার বরাদ্দ বৃদ্ধি-সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল। 

ভারতের ২৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এই প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে করা হল  ৬৯,৫১৫ কোটি টাকা। শুধু তাই নয়, অনলাইন ব্য়বস্থা ও প্রকল্পের প্রযুক্তিগত আধুনিকরণের জন্য বরাদ্দ করা হল ৮০০ কোটি টাকা। আলাদাভাবে নয় অবশ্য, ৬৯,৫১৫ কোটির মধ্যেই এই টাকা খরচ করা হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে এখম সারের দাম আকাশছোঁয়া। কৃষকদের স্বার্থে রায়াসনিক সারের সর্বোচ্চ দামও বেঁধে দেওয়া হল। ভর্তুকি হিসেবে অতিরিক্ত টাকা দেবে কেন্দ্রই।  কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবি পথে নেমেছেন কৃষকরা। এমএসপি-র দাবি এখনও সম্পূর্ণভাবে পূরণ না হলেও, সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.