খোদ কলকাতায় বসে চলছিল জাল পাসপোর্ট তৈরির কারবার। এর জন্য নেওয়া হত বিপুল টাকা। এরকমই এক চক্রের সন্ধান পেল কলকাতা পুলিস। গুরুত্বপূর্ণ বিষয় হল ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। এরকম ভুয়ো পাসপোর্ট বানানো হয়েছে শয়ে শয়ে।
জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। এদের মধ্যে ২ জন কলেজ পড়ুয়া বলে জানা যাচ্ছে। কমপক্ষে ২৫০টি ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এক একটি পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য নেওয়া হত ২ লাখ টাকা।
ভবানীপুর থানায় এক অভিযোগের ভিত্তিতে পুলিসের কাছে খবর আসে শহরে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে। সোর্স মারফত খবর পেয়ে জাল পাসপোর্ট তৈরির অভিযোগে প্রথম ১ জনকে গ্রেফতার করা হয়। নাম রিপন বিশ্বাস। তারপর রিপনকে জেরা করে আরও ২ জনের সন্ধান পায় পুলিস। জানা যাচ্ছে ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। তাদের কাছ থেকে নেওয়া হত ২ লাখ টাকা। ওই ৩ জনকে আজ আদালতে তোলা হলে তাদের ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিস সূত্রে খবর ৩ জন নয় ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করে একটি চক্র। কিন্তু সেই চক্রের মাথা কে তারই এখন খোঁজ করছে পুলিস। ওই পাসপোর্টে কোথায় কোথায় পৌঁছে গিয়েছে তার খোঁজ শুরু হয়েছে।