একটা সময় দেখে মনে হয়েছিল, হারবে ভারত। সেখান থেকে দলকে জিতিয়েছেন তিলক বর্মা। একার কাঁধে দলকে টেনেছেন। তাঁর ব্যাটিং দেখে বাকিদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর মতে, শুধু আগ্রাসন নয়, পাশাপাশি বুদ্ধিও কাজে লাগাতে হবে।
ম্যাচ জিতে সূর্য জানিয়েছেন, তিলক আবার দেখিয়েছে, কতটা পরিণত তিনি। সূর্য বলেন, “আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। কিন্তু একটা কথা সকলের মাথায় রাখা উচিত। পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদলাতে হবে। শুধু আগ্রাসী ক্রিকেট খেললে হবে না। বুদ্ধিও কাজে লাগাতে হবে। এই ম্যাচে তিলক সেটা করে দেখিয়েছে। ওর ব্যাটিং দেখে সকলের শেখা উচিত।”
এই ম্যাচেও এক জন অতিরিক্ত অলরাউন্ডার খেলিয়েছে ভারত। ওয়াশিংটন সুন্দর উইকেট নেওয়ার পাশাপাশি শেষ দিকে ভাল ব্যাট করেছেন। এই ধরনের ম্যাচের কথা ভেবেই তাঁরা এক জন অতিরিক্ত ব্যাটার খেলিয়েছেন বলে জানান সূর্য। সেই সিদ্ধান্ত কাজে লেগেছে। ভারত অধিনায়ক বলেন, “এমন এক জন ব্যাটারকে আমরা চেয়েছি, যে বলও করতে পারে। তার গুরুত্ব এই ম্যাচেও দেখা গিয়েছে। ১৬০ রান করতে সমস্যায় পড়েছিলাম। তবে শেষ পর্যন্ত জিতেছি। এতেই খুশি।”
পর পর দু’ম্যাচ জিতেছে ভারত। দলের সাজঘরের পরিবেশ খুব ভাল রয়েছে বলে জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “সকলে দলের জন্য খেলছে। এই ম্যাচে রবি বিশ্নোই ও অর্শদীপ ব্যাট হাতে সেটা দেখিয়েছে। সাজঘরের পরিবেশ খুব ভাল। সকলে একটাই লক্ষ্যে খেলছি। এ ভাবে খেললে সাফল্য আসবেই।”