তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ক্র্যাশে চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে প্রাণ হারিয়েছিলেন দার্জিলিংয়ের সৎপাল রাই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হতেই তাঁ দেহ পাঠানো হল বাড়ি। বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছাল সেই সৎপাল রাইয়ের কফিন বন্দী দেহ। দুপুরের দিল্লি থেকে বাগডোগরা এসে পৌছায় মরদেহ। রাজ্য সরকারের পক্ষ থেকে দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা নিহত সেনাকর্মী সৎপাল রাইকে শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজির ছিলেন শিলিগুড়ি পুরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
সেনার তরফে একটি বিবৃতি জারি করে আজ জানানো হয়, মৃত বাকি ৪ সেনা জওয়ানের দেহ শনাক্ত করা গিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। আজ সকালে দিল্লি থেকে বিমানে তাঁদের দেহ যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই পরিবারের হাতে মৃত জওয়ানদের দেহ তুলে দেওয়া হয়৷ তাঁর আগে দিল্লিতে সেনা হাসপাতালে তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হয়৷ এর পর দিল্লি ক্যান্টনেমন্টের বায়ুসেনা ঘাঁটি থেকে তাঁদের দেহ গন্তব্যে নিয়ে যাওয়া হয়৷ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে এদিন দিল্লির ব্রার স্কোয়ারে সেনার পূর্ণমর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংয়ের৷ তাছাড়া নায়েক গুরসেবক সিংয়ের দেহ অমৃতসরে তাঁর পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়৷ ভোপালে পৌঁছে দেওয়া হয় নায়েক জিতেন্দ্র কুমারের দেহ৷ আর দুপুর ১টা নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় হাবিলদর সৎপাল রাইয়ের দেহ৷
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর বায়ুসেনার মিগ-১৭ ভি৫ কপ্টার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৪ জনকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে৷ সেই ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১৩ জনের মৃত্যু হয়৷