আমেরিকা সফরের মাঝেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প জমানায় তিনি আমেরিকার ডিপার্টমেন্ট অফ এফিশিয়েন্সি-র দায়িত্বেও রয়েছেন। ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে মোদীর সঙ্গে সাক্ষাতের সময় মাস্কের সঙ্গে ছিলেন সঙ্গিনী শিভন জ়িলিস এবং তিন শিশু সন্তান। মোদীর হাতে ‘অদ্ভুত’ এক উপহার তুলে দেন মাস্ক, যা এখন আলোচনার কেন্দ্রে। মনে করা হচ্ছে, মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানের একটি অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মাস্ক। পাল্টা মাস্কের তিন সন্তানকে বই উপহার দিয়েছেন মোদী। তালিকায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইও।
মোদী এবং মাস্কের সাক্ষাতের একটি ছবি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, মোদীর হাতে রয়েছে ষড়ভুজ একটি ‘হিটশিল্ড’ টালি বসানো স্মারক। সূত্রের খবর, ওই টালিটি মাস্কের স্পেস এক্স সংস্থার পরীক্ষামূলক মহাকাশযানের অংশ। তার গায়ে খোদাই করে লেখা, ‘স্টারশিপ ফ্লাইট টেস্ট ৫. ১৩ অক্টোবর, ২০২৪’। অর্থাৎ ২০২৪ সালের ১৩ অক্টোবর ওই স্টারশিপটি পাড়ি দিয়েছিল মহাকাশে। ‘হিটশিল্ড’ টালি পৃথিবীতে প্রবেশের সময় প্রচণ্ড উত্তাপের হাত থেকে রক্ষা করে মহাকাশযানকে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ অক্টোবর আমেরিকার দক্ষিণ টেক্সাস থেকে মহাকাশে পরীক্ষামূলক ভাবে পাড়ি দিয়েছিল স্পেসএক্সের ওই মহাকাশযান। সেই অভিযান সফলও হয়েছিল।
মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট দিয়ে জানিয়েছেন মোদী। সঙ্গে কিছু ছবিও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‘ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সঙ্গে সুন্দর একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তিনি যে সব বিষয়ে আগ্রহী, যেমন মহাকাশ, গতিশীলতা, প্রযুক্তি এবং আবিষ্কার, সে সব নিয়েও আলোচনা হয়েছে। ভারতের সংস্কারমূলক পদক্ষেপের বিশেষত ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’ নিয়ে আমি কথা বলেছি।’’ মাস্কের পরিবারের সঙ্গে দেখা করে তিনি খুশি বলেও জানিয়েছেন। তাঁর তিন সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দ্য ক্রিসেন্ট মুন’, ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’ উপহার দিয়েছেন মোদী। তিনি সমাজমাধ্যমে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে তাঁর দেওয়া বই পড়ছে খুদেরা।