টেবিলফ্যানের তার থেকে মহাবিপদ! মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। হুগলির পান্ডুয়ার রোশনা এলাকার ঘটনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। শোকে ডুবল রোশনা। মৃত শিশুর নাম অরণ্য ভাদুলি। তার বাড়ি মেমারি থানার আলিপুর গ্রামে।
স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, শিশুটি গতকাল, শুক্রবার তার মায়ের সঙ্গে পান্ডুয়ায় মামার বাড়ি বেড়াতে আসে। আজ, শনিবার দুপুরে সে পুকুরে স্নান করতে যায় তার মায়ের সঙ্গে। বাড়ি ফিরে এসে দাদার সঙ্গে খেলা করতে থাকে। ঘরের ভিতর তখন টিভি চলছিল। সেই সময়েই সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়!
তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে, চিকিৎসকরা অরণ্যকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে।
এমন ঘটনায় পরিবার-সহ গোটা এলাকায় শোকের ছায়া নামে।
কিন্তু কী ভাবে মৃত্যু হল ছ’বছরের অরণ্যের? ঠিক কী ঘটেছিল?
স্থানীয় তৃণমূল সদস্য মাধব লোহার বলেন, শিশুটি গতকালই মামার বাড়ি এসেছিল। আজ মায়ের সঙ্গে স্নান করতে যায়। একাই বাড়ি ফিরে আসে। বাড়িতে টেবিলফ্যানের তার থেকে কোনো ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।