সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বার যথেচ্ছ ভাবে আইনজীবীদের তলব করা নিয়ে শীর্ষ আদালত নিশানা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে।
প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের অনুমোদন ছাড়া ফৌজদারি মামলার তদন্তে আইনজীবীদের তলব করতে পারবে না ইডি-র তদন্তকারী দল। দুই বিচারপতির বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেছে, ‘‘অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা ছাড়া তদন্তকারী সংস্থা বা পুলিশ মামলার বিশদ বিবরণ সংগ্রহের জন্য কোনও মামলায় অভিযুক্তের আইনজীবীকে সরাসরি তলব করতে পারে না।’’
সুপ্রিম কোর্ট দুই সিনিয়র আইনজীবীকে কেবল তাঁদের মক্কেলদের পেশাদার পরামর্শ দেওয়ার জন্য তলব করে সমন পাঠিয়েছিল ইডি। তারই প্রেক্ষিতে একটি স্বতঃপ্রণোদিত মামলায় শুক্রবার শীর্ষ আদালত এক কথা জানিয়েছে। ইডি-র পাঠানো সমন খারিজ করে ৭৮ পাতার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, তদন্তকারী সংস্থা বা পুলিশের পাঠানো সমনে সুনির্দিষ্ট ভাবে ‘তলবের কারণ’ জানানো না হলে সংশ্লিষ্ট আইনজীবী তা বিএনএসএস (ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা)-এর অধীনে চ্যালেঞ্জ করতে পারেন। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ‘যোগসূত্র ছাড়াই কারও উপর অভিযোগ চাপিয়ে দেওয়া’ এবং গত বছরের নভেম্বরে ‘থাকা মামলাগুলিতে তদন্তের গতিপ্রকৃতি’ নিয়ে ইডি-কে ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত।

