শনিবার দুর্গা পুজোর পঞ্চমী। সে দিনই অজানা এক তথ্য প্রকাশ্যে আনলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। জানালেন, তাঁর মেয়ের নাম উমা, যা আসলে মা দুর্গারই আর একটি নাম। কলকাতার একটি পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন অস্কার। সেখানে মেয়ের নাম খোলসা করেছেন তিনি।
অস্কার বলেছেন, “আমার মেয়ের নাম উমা, যা আসলে মা দুর্গারই আর এক নাম। তাই এই উৎসব আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকে। আটার মতো রোজকার ব্যবহৃত একটা জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, এটা দেখে বিশ্বাসই হচ্ছে না। ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা।”
আগামী ৮ নভেম্বর অস্কারের মেয়ের দু’বছর পূর্ণ হবে। তাঁর মেয়ের জন্ম যখন হয়েছিল, তখন তিনি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ। মেয়ের জন্মের ঠিক আগের দিনই এএফসি কাপে মোহনবাগানকে হারিয়েছিল বসুন্ধরা। সেই আনন্দ নিয়েই অস্কার স্পেনে নিজের বাড়িতে গিয়েছিলেন স্ত্রী ইরা এবং সদ্যোজাত সন্তানের পাশে থাকতে।
স্ত্রী ইরার সঙ্গেও ভারতেই আলাপ হয়েছে অস্কারের। তখন তিনি ছিলেন গোয়ার স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ। মেয়ের জন্ম হওয়ার পর অস্কার এবং ইরা ঠিক করেছিলেন, কোনও ভারতীয় নামই বেছে নেবেন। দু’জনেরই পছন্দ হয় উমা নামটি। তখনও জানতেন না এটি মা দুর্গার আর একটি নাম।