নতুন বছরের প্রথমদিনেই দুঃসংবাদ। প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক অলোক সাহা। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন তিনি। বয়স হয়েছিল ৬৪ বছর।
১৯৮৩ সাল থেকে ১৯৮৮। টানা পাঁচ বছর ইস্টবেঙ্গলে খেলেছেন অলোক। ১৯৮৭-তে অধিনায়ক ছিলেন। চাকরি করতেন CESC-তে। পরিবার সূত্রে খবর, চাকরি থেকে অবসরে পর থেকেই নার্ভের সমস্যায় ভুগছিলেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, গত তিন বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। আজ, বুধবার ভোররাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অলোক। তাঁর প্রয়াণে অর্ধনমিত রাখা হয়েছে ক্লাবের পতাকা।
১৯৮৩ সালে আইএফএ শিল্ড ও DCM ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ক্লাবের এই সাফল্যে বড় অবদান ছিল অলোকের। পরের বছর অর্থাত্ ১৯৮৪ সালে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে লাল-হলুদ জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। ১৯৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপ জয়ী ইস্টবেঙ্গল দলেরও সদস্য ছিলেন। সেবছর কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর ৮৬ ও ’৮৭-র মরসুমে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় শিল্ড, নাগজি ট্রফি, স্ট্যাফোর্ড টুর্নামেন্ট, কলকাতা লিগ, এয়ারলাইন্স গোল্ড কাপ।