Durga Puja 2024: খুঁটিতে চমক! সাত সারমেয়ের অংশগ্রহণে শুভারম্ভ ৭১-এর মা দুর্গার মণ্ডপ…

সবাই মায়ের সন্তান। মাকে ভালবাসার এবং মায়ের পুজোয় অংশ নেওয়ার অধিকার সবার। পোষ্য সারমেয় আপনার আমার বাড়ির সন্তানের মতো। 

  

2/6

মায়েরও সন্তান তারা। এবার শহর কলকাতার বুকে প্রথমবার মায়ের পুজোর প্রাথমিক সূচনা হল পোষ্য সারমেয়দের মাধ্যমে।

3/6

৭১ পল্লি বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিগত ৫৭ বছর ধরে সাবেকিয়ানা এবং আধুনিকতার মিশিয়ে দুর্গাপুজো করে আসছে। 

  

4/6

এইবার ৫৮ তম বর্ষে আজ রবিবার ১৬ জুন তারা ৭ জন সারমেয় দ্বারা গাছ পুজোর মাধ্যমে মায়ের পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু করল। 

  

5/6

সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজোর সূচনা পর্বেই রবিবার বড়সড় চমক। পুজোর অনুষঙ্গ হিসেবে উপস্থিত ছিলেন বাংলার সাবেকি সাজে সজ্জিত পাড়ার মহিলারা। 

  

6/6

যারা এই পুজোর প্রধান চালিকশক্তি। ঢাক বাজালেন মহিলারা। এই পুজোর থিম সংসারে মায়ের অবদান নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.