অফিসে বসে ‘কুকর্ম’ করেছেন। সে জন্য অন্যত্র বদলি করা হল পুলিশের এক শীর্ষ আধিকারিককে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
যে আইপিএস অফিসারকে শাস্তি দেওয়া হয়েছে, তাঁর নাম এস মল্লা রেড্ডি। ডিসিপি র্যাঙ্কের ওই আইপিএস অফিসার হায়দরাবাদ পুলিশ কমিশনারেটে নিজের অফিসে বসে মদ্যপান করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, মদ্যপান করে তিনি বেসামাল হয়ে অফিসেই বমি করেন। তার পর পুলিশকর্মীদের বমি পরিষ্কার করান। ওই ঘটনার কথা জানাজানি হতেই তেলঙ্গানার পুলিশ মহলে শোরগোল শুরু হয়ে যায়।
অভিযুক্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। তাতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, ওই আইপিএস অফিসারের কাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন অধস্তনেরা। তা ছাড়া কমিশনারেটের সিসিটিভি খতিয়ে দেখা হয়। নামপ্রকাশে অনিচ্ছুক হায়দরাবাদের এক পুলিশকর্তা বলেন, ‘‘ডেপুটি পুলিশ কমিশনার অফিসে বসে শুধু মদ্যপান করেননি। তিনি এত মদ খান যে, বমি করেছেন অফিসের যত্রতত্র। তার পর কর্মীদের দিয়ে বমি পরিষ্কার করিয়েছেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে ডিপার্টমেন্ট। তাই শাস্তি হিসাবে ওঁকে বদলি করা হয়েছে।’’
জানা গিয়েছে, রাচকোণ্ডার পুলিশ কমিশনার সুধীর বাবু ডিসিপি-কে অন্যত্র বদলি করে দিয়েছেন। তাঁর জায়গায় দায়িত্বে আনা হয়েছে ডিসিপি (সড়ক সুরক্ষা) কে মনোহরকে।