Drone Strike on Mosque: রক্তবন্যা মসজিদে! ফজরের নামাজের সময়ে প্রার্থনার নিভৃতেই ভয়ংকর ড্রোন হামলা, নিহত ৭৮…

মসজিদে রক্তপাত! আফ্রিকার দেশ সুদানের (Sudan) দারফুর অঞ্চলে (Darfur region) একটি মসজিদে ড্রোন হামলায় (Drone strike) অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। দারফুরের এল-ফাশের শহরের একটি মসজিদে শুক্রবার ফজরের নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরএসএফ জড়িত?

এই হামলার পিছনে প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) জড়িত বলে মনে করা হচ্ছে। তবে সংগঠনটি এখনও দায় স্বীকার কিংবা অস্বীকার– কোনোটাই করেনি।

গৃহযুদ্ধ

সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে আরএসএফের লড়াই চলছে। দারফুর অঞ্চলে এল-ফাশের শহরটি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছেন আরএসএফের যোদ্ধারা। শহরটিতে তিন লাখের বেশি বাসিন্দা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

ফজরের নামাজে

ফজরের নামাজের সময় মসজিদের উপর ড্রোন আছড়ে পড়ে। ফজরের নামাজের সময় সূর্যোদয়ের ঠিক আগে শুরু হয়। সেই সুন্দর ভোরে চোখের পলকে অনেক মানুষ নিহত হন। মর্মান্তিক দৃশ্য। গতকালই জানা গিয়েছিল, ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। মসজিদ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.