আজ মেদিনীপুর জেলায় জাঁকজমকপূর্ণভাবে রামনবমী পালিত হলো। রাস্তার মোড়ে মোড়ে মহাবীর মন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। হয়েছে মোটর সাইকেল র্যালি।

আজ সকালে মেদিনীপুর সদর ব্লকের গোপগড় থেকে ধেড়ুয়া পর্যন্ত রামনবমীর বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি গোপনন্দীনি মাতার মন্দিরে পুজো দিয়ে যোগদান করেন মিছিলে। নিজে বাইক চালিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, যে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। ২০৪৭- এর মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে। আর রামের আদর্শে অনুপ্রাণিত হবে। প্রতিনিয়ত রামনবমীতে উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। পুলিশের কাজ বাধা দেওয়া নয়, উৎসব যাতে সুচারুভাবে হয় তার জন্য সহযোগিতা করা। তারা যদি উল্টো করে তাহলে ব্যাপারটা উল্টো হবে।