সরকারি জমি দখলের অপরাধ করবে আর ওদের কি পুজো করবো? বুলডোজার নীতির পক্ষে সওয়াল যোগীর

রাজ্যের অপরাধী তথা মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার নীতির পক্ষে সওয়াল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, ওরা সরকারি জমি দখলের অপরাধ করলে ওদেরকে কি পুজো করবো? তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ালেই তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ্যের মাফিয়া রাজ এবং অপরাধ দমন বুলডোজার নীতি সম্পর্কে একাধিক কথা বলেছেন যোগী। একইসঙ্গে রাজ্যের উন্নয়নের দিকটিও তুলে ধরেন তিনি। যোগী বলেন, রাজ্যে উন্নয়নের কাজ চলছে। এত বড় রাজ্যে উন্নয়নের কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আগের মত এখন আর কোদাল বেলচা দিয়ে কাজ চলে না। অভিযোগের সুরে তিনি বলেন, রাজ্যে আগে কোনো কাজ অনুমোদিত হলেই মাফিয়ারা এসে সেই জমি দখল করতেন। কিন্তু আগের সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ করত না। মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না।

যোগী সরকার মাফিয়াদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে কেন? এর উত্তরে যোগী বলেন, “সরকারি জমি দখল করবে আর ওদের পুজো করবো? রাজ্যের মানুষ মাফিয়া এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা চান সেটাই সরকার করছে।”

কিন্তু শুধু কি সংখ্যালঘু অপরাধীদেরই বেছে বেছে ঘর ভেঙ্গে দিচ্ছে যোগী সরকার। সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে যোগী বলেন, আইন সকলের জন্য সমান এখানে জাত ধর্ম দেখা হয় না। রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়াই সবচেয়ে বড় বিষয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিজেপি সরকার আসার পর গত ৬ বছরে সেখানে কোনো দাঙ্গা বা হিংসার ঘটনা ঘটেনি। কারফিউ জারি করা হয়নি। তিনি আরো দাবি করেছেন যে, উত্তরপ্রদেশের সব উৎসবই শান্তিপূর্ণভাবে পালন করা হয়।

পশ্চিমবঙ্গের বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উঠতেই যোগী বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচনে যা হয় উত্তরপ্রদেশে কোথাও সেটা হয় না। তাঁর কথায় প্রত্যেক মানুষের নির্বাচনে লড়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। যদি কোনো বিরোধী প্রার্থীর জয়ের ক্ষমতা থাকে তাহলে তা মেনে নেওয়া উচিত। যোগী সরকারের স্পষ্ট কথা, রাজ্যে কোনো অপরাধ বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.