ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন নোভাক জোকোভিচ। তাঁর সামনে কোনও প্রতিরোধই গড়তে পারলেন না আমেরিকার অবাছাই খেলোয়াড় ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। জোকোভিচ জিতলেন ৬-৩, ৬-৩, ৬-৩ ব্যবধানে। তবে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ডানিল মেদভেদেভ।
ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল সদ্য ১০০তম পেশাদার খেতাব জেতা জোকোভিচের। ম্যাকডোনাল্ড তাঁকে কোনও সমস্যায় ফেলতে পারেননি। ষষ্ঠ বাছাই জোকোভিচ প্রথম রাউন্ডের ম্যাচ জিততে সময় নিলেন ১ ঘণ্টা ৫৮ মিনিট। গোটা ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাঁরই র্যাকেটে। সব কিছুই ঠিকঠাক হয়েছে তাঁর।
এ বারের ফরাসি ওপেনে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অঘটন ঘটল মঙ্গলবার। প্রথম রাউন্ডেই বিদায় নিলেন মেদভেদেভ। পাঁচ সেট লড়াই করেও হারাতে পারলেন না ব্রিটেনের ক্যামেরন নরিকে। প্রথম দু’টি সেট হেরে চাপে পড়ে যান মেদভেদেভ। ৫-৭, ৩-৬ ব্যবধানে হেরে যান। ব্রিটিশ খেলোয়াড়ের কৌশলের সঙ্গে পারছিলেন না তিনি। ০-২ সেটে পিছিয়ে পড়ার পর লড়াইয়ে ফেরেন রুশ। পরের দু’টি সেট ৬-৪, ৬-১ ব্যবধানে সহজে জিতে নেন। মনে হচ্ছিল ম্যাচ বের করে নেবেন তিনি। কিন্তু হাল ছাড়েননি নরি। পঞ্চম সেটে তীব্র লড়াই হয় দু’জনের শেষ পর্যন্ত ৫-৭ ব্যবধানে হেরে যান মেদভেদেভ। ৩ ঘণ্টা ৫৩ মিনিটের লড়াই শেষে বিদায় নেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়।
জোকোভিচের মতোই প্রথম রাউন্ডের বাধা টপকেছেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ। জার্মান জ়েরেভ ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন আমেরিকার লার্নার তিয়েনকে। সরাসরি সেটে জয় পেয়েছেন নবম বাছাই অ্যাসেক্স ডিমিনাউরও। অস্ট্রেলীয় তারকা ৬-৩, ৬-৪, ৭-৬ (৮-৬) ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ার লাসলো জেরেকে। মহিলাদের সিঙ্গলসে প্রত্যাশা মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই কোকো গফ। ৬-২, ৬-২ ব্যবধানে তিনি হারিয়েছেন অলিভিয়া গাডেকিকে। জিতেছেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলাও। তিনি ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন আনকা টোডোনিকে।