বিশ্বকাপ সেমিফাইনালে বিপর্যয়, আফগানিস্তানবাসীর কাছে ক্ষমা চাইলেন রশিদ, নবিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন রশিদ খানেরা। এডেন মার্করামের দলের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি আফগানেরা। লজ্জার হারের পর হতাশ আফগানিস্তানের ক্রিকেটারেরা।

অধিনায়ক রশিদ ছাড়াও দলের অভিজ্ঞতম ক্রিকেটার মহম্মদ নবিও ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। সমাজমাধ্যমে নবি লিখেছেন, ‘‘আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। এমন ফলাফলের জন্য আমরা দুঃখিত। বিশ্বাস করি আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব। আফগানিস্তান জিন্দাবাদ।’’

সমাজমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আফগান অধিনায়কও। রশিদ লিখেছেন, ‘‘এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের মনে থাকবে। দলের প্রত্যেকে প্রতিটি ম্যাচে যে ভাবে লড়াই করেছে, তা অত্যন্ত প্রশংসার। দলের এই পারফরম্যান্সে আমি গর্বিত। এখান থেকে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। যাঁরা আমাদের ভরসা, বিশ্বাস করেছিলেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’’

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1806218808635314386&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create&sessionId=c8cafad6c0d2a1ad0d38691818b122b4395b8390&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় হয় তাঁদের। আজ়মতুল্লাহ ওমরজ়াই (১০) ছাড়া কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। ১১.৫ ওভারে ৫৬ রানে শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ৮.৫ ওভারে ১ উইকেট ৬০ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.