Dilip Ghosh Marries Rinku Majumdar: ‘হাজব্যান্ড ভীষণ কেয়ারিং’, দাম্পত্য জীবনের প্রথম দিন নিয়ে আর কী বললেন রিঙ্কু!

রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়ে গতকালই বিয়ে করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ আবার তাঁর জন্মদিন। পাশাপাশি আজ দিলীপ ঘোষের দাম্পত্ত জীবনের একদিন। একদিনের দাম্পত্ত জীবন নিয়ে দিলীপ ঘোষ বলেন গতকাল বিয়ে ছিল। রাত অবধি আত্মীয়সজনরা গিয়েছেন। তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এরা ওঠার আগেই আমি মর্নিংওয়াকে চলে গিয়েছি। বাড়ি ফিরে আসার পর থেকেই কেউ না কেউ আসতে শুরু করেছে। তার মধ্যে স্নান-খাওয়াদাওয়ার। লোকজনের আসা যাওয়া লেগেই রয়েছে। এভাবেই আমার জীবন চলে। ওর হয়তো অসুবিধা হচ্ছে, এত লোকজন।

  

2/6

স্ত্রী রিঙ্কু

স্ত্রী রিঙ্কু

অন্যদিকে, দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার বলেন, খুবই ভালো লাগছে। হাজব্যান্ড ভীষণ কেয়ারিং। মা-তো ভীষণ ভীষণ ভালো। ওরা খুব ভালোবেসে আমাকে গ্রহণ করেছেন, এটুকু বুঝতে পারলাম। ওদের পেয়ে আমিও হ্যাপি।

3/6

কীভাবে এবার ব্যালান্স!

কীভাবে এবার ব্যালান্স!

সংসার ও রাজনীতি কীভাবে ব্যালান্স করবেন? রিঙ্কুকে দেখিয়ে দিলীপ ঘোষ বলেন, ও সংসার দেখার জন্য লোক। আমি রাজনীতি করি। ওটাই করব। বেশিরভাগ দিনই বাইরে থাকতাম। মাসে প্রায় পঁচিশ দিন। মাঝে মধ্যে দেখা করতে আসতেই হয়। মাকে দেখা নিয়ে চিন্তা ছিল। মাকে দেখার লোক এসে গিয়েছে।  

  

4/6

কী দেখে দিলীপে আকৃষ্ট!

কী দেখে দিলীপে আকৃষ্ট!

দিলীপের কী দেখে আকৃষ্ট হলেন? রিঙ্কু মজুমদার বলেন, ওঁর পলিটিক্যাল গুণগুলিই আমাকে ইমপ্রেস করেছিল। আর একটা কমন ফ্য়াক্টর হল আমারে মধ্যেই ওই দেশাত্মবোধ রয়েছে। আগে আমার রাষ্ট্র, আমরা রাজ্য।  আমি অনেক পরে।

  

5/6

সাহসী পদক্ষেপ

সাহসী পদক্ষেপ

এই সাহসী পদক্ষেপের পরও কিছু তীর্যক মন্তব্য আসছে। রিঙ্কু মজুমদার বলেন, কে এই বিষয়টিকে অন্যভাবে নিচ্ছে তা নিয়ে কেন মাথা ঘামাতে যাব। এটা একেবারে ব্যক্তিগত বিষয়।

  

6/6

স্বামীকে টাটা

স্বামীকে টাটা

শনিবার রোজকার মতো নিজের কাজে বেরিয়ে যান দিলীপ ঘোষ। তাকে বাড়ির নীচে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন রিঙ্কু। স্বামীকে টাটা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.