রথযাত্রায় মহাধুমধাম। দীঘায় জগন্নাথ মন্দিরে এবার পালিত হতে চলেছে জন্মাষ্টমী উৎসব। সেই উপলক্ষ্যে মন্দিরে চলছে নানান আচার অনুষ্ঠান। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। ভক্তদের উত্সাহ তুঙ্গে।
2/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব

রাত পোহালেই জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি।
3/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব

জোরকদমের উত্সবের প্রস্তুতি চলছে দীঘার জগন্নাথ মন্দিরে।
4/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব

আলো ও ফুলের সাজে সেজে উঠেছে মন্দির ও আশেপাশের এলাকা।
5/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব

আজ, শুক্রবার সন্ধ্যা থেকে দীঘার জগন্নাথ মন্দির শুরু হয়ে গিয়েছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। যেমন, শ্রীবিগ্রহের বিশেষ স্নানযাত্রা, শঙ্খধ্বনি ও কীর্তন, ভজন-সন্ধ্যা, গীতা পাঠ।
6/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব

মন্দির কমিটির কর্ণধার রাধারমণ দাস জানিয়েছেন, আগামীকাল শনিবার ভোর থেকে শুরু হবে মহাবিষ্ণুর পূজা, শ্রীকৃষ্ণ জন্মলীলার আবৃত্তি। মধ্যরাতে মহামঙ্গল আরতি।
7/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব

জন্মষ্টমী উত্সবে উপলক্ষে দূরদূরান্ত থেকে ভক্তরা আসছে দীঘায় জগন্নাথ মন্দিরে। অনেকে আবার রাত জেগে কীর্তন ও ভজনের আয়োজন করবেন।
8/8
জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উত্সব
