এশিয়া কাপের ট্রফি চেয়ে এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) প্রধান মহসিন নকভিকে চিঠি দিয়েছে ভারতীয় বোর্ড। তার পাল্টা চিঠি পাঠিয়েছেন নকভিও। সেই চিঠিচাপাটির মাঝেই এশিয়া কাপের ট্রফি দুবাই থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হল। ভারতীয় বোর্ডের কর্তারা দুবাই গিয়ে তা জানতে পেরেছেন। এর মাঝেই এশিয়া কাপ ফাইনালের অজানা কথা প্রকাশ্যে এনেছেন তিলক বর্মা।
সম্প্রতি বোর্ডের এক কর্তা দুবাইয়ে এসিসি-র দফতরে গিয়েছিলেন। সেখানে তাঁকে বলা হয়, ট্রফিটি দুবাইয়ের দফতরে নেই। আবু ধাবির কোনও জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে। কার নির্দেশে, কেন ট্রফি সরানো হল তার কোনও উত্তর পাওয়া যায়নি এসিসি-র তরফে। নকভি নিজেও কিছু জানাননি। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ফাইনালের দিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। শেষ পর্যন্ত ট্রফি দেওয়াও হয়নি তাদের। কী হয়েছিল সে দিন? এক ইউটিউব শোয়ে তিলক বলেছেন, “আমরা এক ঘণ্টার উপর অপেক্ষা করেছিলাম মাঠে। টিভি দেখলে বুঝতে পারতেন, আমি মাঠে শুয়ে ছিলাম। বাকিরাও এদিক-ওদিকে ছিল। অর্শদীপ সিংহ রিল বানাতে ব্যস্ত ছিল। আমরা অপেক্ষা করছিলাম এবং ভাবছিলাম, ‘এ বার হয়তো ট্রফি আসবে’। এক ঘণ্টা কেটে গেলেও কোথাও ট্রফি দেখিনি। মাঠেও কেউ খুঁজে পায়নি।”
তবু ভারত উচ্ছ্বাস করেছিল ‘ট্রফি’ নিয়ে। মঞ্চের সামনে গিয়ে কল্পিত একটি ট্রফি নিয়ে তাঁরা উচ্ছ্বাস করেছিল। তিলক হাসতে হাসতে বলেছেন, “অর্শদীপ বলেছিল, চলো একটা পরিবেশ তৈরি করি। বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ট্রফি নিয়ে উচ্ছ্বাস করতে হবে, তবে ট্রফি ছাড়া। অভিষেক শর্মা, আমি-সহ আরও ৫-৬ জন সেই প্রস্তাবে রাজি হই। তার পর ওই ভাবে উৎসব করি।”

