পাইকারি বাজার সরানোর দাবি জানিয়ে ধর্না মঞ্চ করে আন্দোলনে নামল জলপাইগুড়ি দিনবাজার সকল ব্যবসায়ী মঞ্চ। অন্যদিকে দ্রুত দিনবাজারে তৈরি হওয়া মার্কেট কমপ্লেক্স চালু সহ একাধিক দাবি তুলে চার ঘণ্টায় প্রতীকি ধর্না অবস্থান বিক্ষোভে শামিল হলেন ব্যবসায়ী সংগঠনের যৌথ মঞ্চ। সোমবার বিকেলে শহরের সমাজ পাড়ায় মঞ্চ করে ব্যবসায়ীরা আন্দোলনে সামিল হয়।
জলপাইগুড়ি শহর যেদিন তৈরি হয়েছিল সেদিন থেকে দিনবাজার চালু হয়েছিল। কিন্তু আজও বাজারের উন্নতি হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাজারের রাস্তা বেহাল, নর্দমা পরিস্কার হয় না। এদিকে ২০১৫ সালে আগুনে ভস্মীভূত হয় শতাধিকের বেশি দোকান। এরপর মার্কেট কমপ্লেক্স তৈরি হলেও এখনও চালু হয়নি। এ দিন ব্যবসায়ীরা দাবি তোলেন মাছ, সবজি ও অনান্য কাঁচা বাজার দিনবাজার থেকে সরিয়ে বাইপাসের ধারে ডুয়ার্স কেন্দ্রীক করতে হবে। পাইকারি মাছ বাজার স্থানান্তরের মাধ্যমে করলা নদীর দূষণ রোধ হবে। খুচরো মাছ ও সবজি বাজারের পরিকাঠামো উন্নত করতে হবে। এছাড়া পুড়ে যাওয়া টিন শেডের জায়গায় তৈরি হওয়া মার্কেট কমপ্লেক্স চালু করতে হবে।
এদিন ব্যবসায়ীরা শহরবাসীদের থেকে সই সংগ্রহ করেন। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, “আমাদের দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান বিক্ষোভ। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে।”