এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। অথচ সকলের আগে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে তারা। একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। নিউ জ়িল্যান্ড ও ভারতের কাছে হেরেছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে। এই প্রতিযোগিতা থেকে কত টাকা পেয়েছেন বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানেরা?
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। ভারতের কাছে তারা হেরেছে ৬ উইকেটে। বাংলাদেশ ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছে তারা। বাংলাদেশের নেট রানরেট -১.০৮৭। পয়েন্ট তালিকায় সকলের শেষে তারা। অন্য গ্রুপে একমাত্র ইংল্যান্ডই এখনও কোনও পয়েন্ট পায়নি। তারা একটি ম্যাচ জিতলে পাকিস্তান আট নম্বরে শেষ করে। আর যদি ইংল্যান্ড একটি ম্যাচও না জেতে, তার পরেও পাকিস্তান আট দেশের তালিকায় সাত নম্বরের উপরে উঠতে পারবে না।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পুরস্কারমূল্য ৬০ কোটি টাকা, যা গত বারের তুলনায় ৫৩ শতাংশ বেশি। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল পাবে ২০ কোটি টাকা। রানার্স দল পাবে ১০ কোটি টাকা। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য প্রতিটি দলকে ১ কোটি ৮ লক্ষ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া পয়েন্ট তালিকায় আলাদা আলাদা জায়গায় শেষ করলে সেই অনুযায়ী টাকা পাবে দলগুলি।
যে দুই দল সাত ও আট নম্বরে শেষ করবে তারা পাবে ১ কোটি ২২ লক্ষ টাকা। পাকিস্তানের যা পরিস্থিতি তাতে তারা সাত নম্বরের উপরে উঠতে পারবে না। অর্থাৎ, ১ কোটি ২২ লক্ষ টাকা পাবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সব মিলিয়ে ২ কোটি ৩০ লক্ষ টাকা পকেটে পুরবেন বাবর, রিজ়ওয়ানেরা।