ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসাবে প্রথম বার মাঠে নেমেছিল বৈভব সূর্যবংশী। দল জিতলেও রান পেল না বৈভব। তবে নজির গড়েছে ১৪ বছরের ক্রিকেটার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে ২৫ রানে হারিয়েছে ভারতের ছোটরা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই ওপেনারই রান পাননি। দ্বিতীয় ওভারের শুরুতেই ফিরে যান অ্যারন জর্জ (৫)। বৈভব শুরুটা করেছিল ধীরে। দু’টি চারের সাহায্যে ১২ বলে ১১ রান করেই সাজঘরে ফেরে সে। জেজে বাসনের বলে ক্যাচ দেয় পাহলামোহলাকার হাতে।
মাত্র ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের নেতা হয়েছে বৈভব। যুবদের এক দিনের ম্যাচে বিশ্বের সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে দেশকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছে সে। ভেঙেছে পাকিস্তানের আহমেদ শেহজ়াদের নজির। ১৯ বছর ধরে এই নজির ছিল শেহজ়াদের।
ভারতের হয়ে ভাল খেলেছেন হরবংশ পাঙ্গালিয়া। তিনি ৯৫ বলে ৯৩ রান করেন। মেরেছেন ৭টি চার এবং ২টি ছয়। ৭৯ বলে ৬৫ রান করেন আরএস অম্বরীশ। ভারতের স্কোর যখন ৪৭.২ ওভারে ২৬৮/৭, তখন মাঠে বজ্রপাত শুরু হয়। ক্রিকেটারেরা ফিরে যান সাজঘরে। খেলা শুরু হয় বেশ কিছু ক্ষণ পর। ৩০১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
দক্ষিণ আফ্রিকারও শুরুটা ভাল হয়নি। দীপেশ দেবেন্দ্রন এবং খিলান পটেলের বোলিংয়ের দাপটে ৬২ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে জুটি গড়েন জরিচ ফান শকউইক (অপরাজিত ৬০) এবং আর্মান মানাক (৪৬)। ৮৬ রানের জুটি গড়েন তাঁরা।
দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ১৪৮/৪, তখন আবার বজ্রপাত শুরু হয়। তার পর নামে বৃষ্টি। আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।

