পুজোর মুখে ফের ডেঙ্গিতে মৃত্য়ু শহরে। মশাবাহিত রোগে এবার প্রাণ গেল তরুণীর। ‘সবথেকে বেশি লোক মারা যাচ্ছে ডেঙ্গিতে। সরকারের ভ্রুক্ষেপ কোথায়’! প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
জানা গিয়েছে, মৃতের নাম সমাপ্তি মল্লিক। বাড়ি, দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে মোতিঝিল এলাকায় এমএম ঘোষ রোডে। বয়স মাত্র ২০ বছর। গুরুদাস কলেজের তৃতীয় ছাত্রী ছিলেন তিনি। টিউশনিও করতেন। অত্যন্ত মিশুকে স্বভাবের ভালো মেয়ে হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়।
পরিবার সূত্রে খবর, দিন তিনেক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন সমাপ্তি। মেয়েকে প্রথমে নাগেরবাজারের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন বাড়ি লোকেরা। রক্ত পরীক্ষা ডেঙ্গি ধরা পড়ে। এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। কবে? গতকাল, শনিবার রাতে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেদিনই গভীর রাতে মৃত্যু হয় ওই তরুণীর।
দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৭। সুকান্ত মজুমদার বলেন, ‘সবথেকে বেশি লোক মারা যাচ্ছে ডেঙ্গিতে। ডেঙ্গি আগে সামলাতে বলুন, ৩৮ হাজারের বেশি আক্রান্ত। মৃত্যু হচ্ছে মানুষের। রাজ্য সরকারের ভ্রুক্ষেপ কোথায়’!