মহিলাদের প্রিমিয়ার লিগে অপরাজেয় থাকার রেকর্ড হাতছাড়া হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। বডোদরার ২২ গজে দিল্লির ক্যাপিটালসের বোলিং দাপটে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় মন্ধানাবাহিনী। জবাবে ১৫.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।
ব্যর্থ বেঙ্গালুরুর ব্যাটিং লাইন-আপ
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়। শুরু থেকেই দিল্লির বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন বেঙ্গালুরুর ব্যাটাররা। ওপেনার গ্রেস হ্যারিস (৯) দ্রুত বিদায় নেওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার।
- অধিনায়কের লড়াই: দলের বাকিরা যখন ব্যর্থ, তখন এক প্রান্ত আগলে লড়াই চালান স্মৃতি মন্ধানা। ৩৪ বলে ৩৮ রানের (৬টি চার ও ১টি ছয়) দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।
- অন্যান্য স্কোর: রাধা যাদব ১৭ বলে ১৮ রান করলেও রিচা ঘোষ (৫), জর্জিয়া ভল (১১) বা নাদিন ডি ক্লার্করা (৫) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।
দিল্লির বোলিং পরিসংখ্যান: দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে সফল নন্দিনী শর্মা, তিনি ২৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া মারিজ়ান কাপ, মিন্নু মানি এবং চিনেলে হেনরি প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
উলভার্ট-জেমাইমার ব্যাটে সহজ জয়
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লিও শুরুতেই দুই ওপেনার শেফালি বর্মা (১৬) ও লিজ়েল লি-কে (৬) হারিয়ে চাপে পড়েছিল। তবে তিন নম্বরে নামা লরা উলভার্ট এবং চারে নামা জেমাইমা রদ্রিগেজ় পরিস্থিতি সামাল দেন।
- লরা উলভার্ট: ৩৮ বলে ৪২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
- জেমাইমা রদ্রিগেজ়: ২৬ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন অধিনায়ক।
- শেষ দিকে মারিজ়ান কাপ ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর পক্ষে সায়ালি সাতঘরে ২ উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
পয়েন্ট তালিকার চিত্র
এই হারের ফলে ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস।

