নন্দাদেবী হিমবাহ ফেটে হড়পা বানের ঘটনায় বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার বিস্তীর্ণ অংশ। তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চলছে সোমবার থেকেই। দেবভূমিতে রবিবারের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৩১। তপোবনের ওই সুড়ঙ্গে এখনও প্রায় বেশ কিছু জন আটকে আছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল অব পুলিশ অশোক কুমার। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘চামোলির সুড়ঙ্গে উদ্ধারকাজ এখনও চলছে। আশা করছি, আজকের মধ্যে সুড়ঙ্গ থেকে অটকদের উদ্ধার করে পথ পরিষ্কার করে ফেলতে পারব।’’ উদ্ধারকাজে রত রয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স(এসডিআরএফ), ইন্দো-টিবেট বর্ডার পেট্রল(আইটিবিপি) ও অন্যান্যরা।
উদ্ধারকাজ নিয়ে আইটিবিপি-র এক অফিসার বলেছেন, ‘‘সারা রাত ধরে উদ্ধারকাজ চালানো হয়েছে। ধ্বংসস্তূপ সরানো হয়েছে।’’ উত্তরাখণ্ডের এই বিপর্যয়ে এখন অবধি প্রায় ২০০ জন নিখোঁজ, নিহতের সংখ্যা ৩০। চামোলির জেলাশাসক স্বাতী এস ভাদোরিয়া জানিয়েছেন, ‘মোট তিনটি দেহ উদ্ধার হয়েছে, ফলে হিমবাহ ফেটে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।’ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমারের কথায়, ‘মোট ৩০টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের সন্ধান চলছে। নদীর ধারে এবং ধ্বংসাবশেষে খোঁজ চালানো হচ্ছে। মঙ্গলবার তিনটি দেহ উদ্ধার হয়েছে রেনি গ্রামের ধ্বংসাবশেষ থেকে।’
2021-02-09